বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে সোনার দাম কমলো পর পর দু’দিন। দীপাবলির পরের দিন ফের সোনার দাম কমল। টানা দ্বিতীয় দিনের মতো আজ সোনার দাম কমেছে। সামনেই বিয়ের সিজেন। তার আগে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে সস্তা হল সোনা। আজ ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত টাকা ব্যয় হবে? দেখে নিন আজকের চার্ট। (Gold Price)
দীপাবলির পরে সস্তা সোনা | Gold Price
দীপাবলির পরের দিন কমলো সোনার দাম। মঙ্গলবার নতুন করে আর ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম বাড়েনি। বরং কমেছে। আজ, ২১ অক্টোবর শহর কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১২২৪০ টাকা। আর শহরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১২২৪০০ টাকা। আজ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম গতকালের তুলনায় (-৪৫০) কমেছে।

এদিন কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দামও হ্রাস পেয়েছে। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১২৮৭৫০ টাকা। উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে।

এদিনও দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ টাকার উপরে। এদিন ২৪ ক্যাঃ পাকা সোনার বাট এক গ্রাম ১২৮১০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার ব্যাট ১২৮১০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আবহে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। তবে এদিনও একধাক্কায় অনেকটা কমেছে হলুদ ধাতুর দর।

আরও পড়ুন: SSC আবহেই সুপ্রিম রায়ে চাকরি হারাতে পারেন রাজ্যের ৯০০০০ শিক্ষক! TET নিয়ে সর্বশেষ আপডেট
এদিকে সোনার পাশাপাশি এদিন স্বস্তি দিয়েছে রুপোও। ২১ অক্টোবর ১ কেজি রুপোর দাম হয়েছে ১৬৫৯০০ টাকা। আর ১০০ গ্রাম রুপোর দাম কমে হয়েছে ১৬৫৯০ টাকা।












