চোট সারিয়ে প্রত্যাবর্তনেই বড় দায়িত্ব পেলেন পন্থ! হলেন ভারতীয় দলের অধিনায়ক

Published on:

Published on:

Rishabh Pant gets big responsibility.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় দায়িত্ব পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। মূলত, তাঁকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে ২ টি ম্যাচে তিনি ইন্ডিয়া এ দলের নেতৃত্ব দেবেন। জানিয়ে রাখি যে, আগামী মাসে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে। ওই সফর শুরু হবে একটি টেস্ট সিরিজ দিয়ে। যার প্রথম ম্যাচটি আগামী ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে সম্পন্ন হবে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ টেস্টের সিরিজটি অনুষ্ঠিত হবে।

বড় দায়িত্ব পেলেন পন্থ (Rishabh Pant):

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ২ টি ম্যাচে পন্থ নেতৃত্ব দেবেন: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে, দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়া এ-দলের বিরুদ্ধে ২ টি চার দিনের ম্যাচও খেলবে। ঋষভ পন্থ (Rishabh Pant) কেবল ওই ২ টি ম্যাচেই খেলবেন না, বরং দলের নেতৃত্বও দেবেন। তবে, ইন্ডিয়া এ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ টি চার দিনের ম্যাচের সূচি এখনও প্রকাশিত হয়নি।

চোটের পর প্রত্যাবর্তন করতে চলেছেন পন্থ: উল্লেখ্য যে, ঋষভ পন্থ (Rishabh Pant) বর্তমানে চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছে। ইংল্যান্ড সফরের সময়ে তাঁর পায়ে চোট লেগেছিল। সেই চোট থেকে সেরে ওঠার পর, পন্থ এবার মাঠে ফিরতে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফিরতে পারেন পন্থ। এই কারণেই BCCI কেবল পন্থকে ম্যাচ প্র্যাকটিসের জন্য ইন্ডিয়া এ দলে জায়গা দেয়নি, বরং তাঁর হাতে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৪ বছর বয়সে লেখেন বই, ১৮-তে গ্র্যান্ড মাস্টার! মাত্র ২৯-এই পাড়ি দিলেন না ফেরার দেশে, শোকস্তব্ধ ক্রীড়া জগৎ

দক্ষিণ আফ্রিকার ভারত সফরের শিডিউল: জানিয়ে রাখি যে, ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে ফুল ফ্লেজ সিরিজ হবে। এর অর্থ হল ভারত এবং দক্ষিণ আফ্রিকা কেবল একটি টেস্ট সিরিজই নয়, পাশাপাশি ODI এবং T20 সিরিজও খেলবে। ইতিমধ্যেই সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম টেস্টটি কলকাতায় আগামী ১৮ নভেম্বর শেষ হবে। এরপর ২২ নভেম্বর গুয়াহাটিতে হবে দ্বিতীয় টেস্ট। ২ টেস্টের সিরিজের পর ৩ ম্যাচের ODI সিরিজ সম্পন্ন হবে। ওই ম্যাচগুলি হবে ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর। প্রথম ODI ডে রাঁচিতে, দ্বিতীয়টি রায়পুরে এবং তৃতীয় ম্যাচটি বিশাখাপত্তনমে সম্পন্ন হবে।

আরও পড়ুন: প্রতি মাসে আর নয় রিচার্জের টেনশন! BSNL-এর এই সস্তার প্ল্যানে মিলছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি

সফর শেষে দক্ষিণ আফ্রিকা ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে। যার প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর কটকে, দ্বিতীয় ম্যাচ ১১ ডিসেম্বর চণ্ডীগড়ে, তৃতীয় ম্যাচে ১৪ ডিসেম্বর ধর্মশালায়, ১৭ ডিসেম্বর লখনউতে চতুর্থ ম্যাচ এবং ১৯ ডিসেম্বর আহমেদাবাদে পঞ্চম ম্যাচ সম্পন্ন হবে।