রাজনৈতিক পরিবারের বউ এবার তৃণমূলের প্রার্থী? মুখ্যমন্ত্রীর পুজোয় ‘ডি জোনে’ এন্ট্রি নিতেই চর্চায় সুদীপ্তা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : অভিনয় আর রাজনীতি, দুই জগতের মধ্যে ক্ষীণ দূরত্বটা অনেকদিন আগেই ঘুচে গিয়েছে। অভিনেতা অভিনেত্রীরা অনায়াসে বিচরণ করছেন রাজনৈতিক জগতে। রাজ্যের শাসক দলের তারকা সদস্য এবং সমর্থক বড় কম নেই। এবার সেই তালিকায় কি নতুন মুখ হতে চলেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee) সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় ভিভিআইপি জোনে তাঁর এন্ট্রি নজর কেড়েছে অনেকেরই। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন সুদীপ্তা (Sudipta Banerjee)?

মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সুদীপ্তা (Sudipta Banerjee)

মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিয়েছিলেন সুদীপ্তাকে (Sudipta Banerjee)। দুজনের ঘনিষ্ঠতা নজর এড়ায়নি অনেকেরই। সংবাদ মাধ্যমের কাছে চাঁচাছোলা ভাবেই অভিনেত্রী বলেন, ‘আমি হিপোক্রিট নই। সামনাসামনি ভালো ভাব দেখাব আর আড়াল হলেই মানুষটাকে নিয়ে নিন্দা করব, এমন আমি নই’। সুদীপ্তা (Sudipta Banerjee) স্বীকার করেছেন, প্রথম থেকেই তিনি মুখ্যমন্ত্রীর আদর্শে বিশ্বাসী। তবে এখন রাজনৈতিক পরিবারের বৌমা হওয়ায় মুখ্যমন্ত্রীকে আরও সামনে থেকে দেখতে পাচ্ছেন। যদি মা চান তবে আরও কাছাকাছি যেতে পারবেন।

Will Sudipta Banerjee be seen as tmc candidate

তৃণমূলের টিকিটে লড়ার জল্পনা: তবে কি সক্রিয়ভাবে রাজনীতির আঙিনায় নেমেই পড়ছেন সুদীপ্তা (Sudipta Banerjee)? ছাব্বিশের নির্বাচনে জোড়াসাঁকো থেকে প্রার্থী হিসেবে দেখা যাবে প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির বৌমাকে? উত্তরে হ্যাঁ-ও বলেননি, আবার না-ও বলেননি অভিনেত্রী। সুদীপ্তার (Sudipta Banerjee) জবাব, তাঁর শ্বশুরবাড়ি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। শ্বশুরমশাই সঞ্জয় বক্সি মুখ্যমন্ত্রীর প্রথম দিক থেকে সঙ্গে ছিলেন। শাশুড়ি স্মিতা বক্সি প্রাক্তন বিধায়ক। স্বামীও তৃণমূলের যুবনেতা। এই ধরণের জল্পনা তাই সময়ের হাতেই তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেন সুদীপ্তা।

আরও পড়ুন : সর্বক্ষণ অনুভব করেন অভিষেকের উপস্থিতি, কালীপুজোয় ‘অলৌকিক’ অভিজ্ঞতার সম্মুখীন স্ত্রী সংযুক্তা

বক্সি পরিবারের রাজনৈতিক ইতিহাস: বক্সি পরিবারের রাজনৈতিক ইতিহাসের পাতা উলটালে দেখা যাবে, জোঁড়াসাকোর একসময়ের বিধায়ক ছিলেন স্মিতা বক্সি। কিন্তু ২০২১ এ তাঁর জাৎগায় ভোটে দাঁড়িয়ে জিতে আসেন বিবেক গুপ্ত। সম্প্রতি নাম না করে সঞ্জয় এবং স্মিতা বক্সির বিরুদ্ধে অভিযোগের আঙুলও তোলেন বিবেক। অবৈধ পার্কিং, জমি দখলের অভিযোগ আনেন তিনি।

আরও পড়ুন : ‘ভুলতে বসেছি আমি একজন অভিনেতা…’, প্রতিবাদের মাশুল? সহ্যের বাঁধ ভাঙল শ্রীলেখার

এদিকে ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, জোঁড়াসাকোয় বিজেপির প্রভাবও রয়েছে ভালোই। জিততে না পারলেও ভালো ভোট পেয়েছিল বিজেপি। এদিকে বিবেকের উপরেও নাকি দল তেমন সন্তুষ্ট নয় বলে খবর সূত্রের। এমতাবস্থায় আগামী বছর নির্বাচনে জোড়াসাঁকো থেকে সুদীপ্তার মতো তারকা মুখের উপরে তৃণমূল ভরসা করে কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।