দ্বিতীয় ODI-তে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া! অ্যাডিলেডে ভারতের রেকর্ড কেমন?

Published on:

Published on:

Latest updates on Ind vs Aus 2nd ODI match.

বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং অস্ট্রেলিয়ার (Ind vs Aus) মধ্যে ৩ ম্যাচের ODI সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভালে সম্পন্ন হবে। প্রথম ODI-তে পরাজয়ের পর, শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল এই ম্যাচটি জিতে সিরিজ ১-১-এ সমতা আনার লক্ষ্য রাখবে। তবে, অস্ট্রেলিয়ার শক্ত ঘাঁটিতে টিম ইন্ডিয়ার জন্য দ্বিতীয় ম্যাচটিও যে খুব একটা সহজ হবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

অ্যাডিলেডে দ্বিতীয় ODI-তে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus):

অ্যাডিলেডে ভারতের দুর্দান্ত রেকর্ড: অ্যাডিলেডে ভারতীয় দলের পারফরম্যান্সের কথা বলতে গেলে জানাতে হয় টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত এই মাঠে ১৫ টি ODI ম্যাচ খেলেছে। যার মধ্যে ৯ টিতে ভারত জিতেছে এবং ৫ টিতে হেরেছে। একটি ম্যাচ টাই হয়েছিল। ভারত এই স্টেডিয়ামে তাদের শেষ ম্যাচ খেলেছিল ২০১৯ সালে। ওই ম্যাচে, টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে অ্যাডিলেডে একটি স্মরণীয় জয় অর্জন করে। তবে, এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল মাত্র ২ বার জিতেছে। এখনও পর্যন্ত অ্যাডিলেডে ভারত এবং অস্ট্রেলিয়ার (Ind vs Aus) মধ্যে ৬ টি ম্যাচ সম্পন্ন হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া ৪ বার জিতেছে।

Latest updates on Ind vs Aus 2nd ODI match.

প্রথম ODI-তে ভারত পরাজয়ের মুখোমুখি হয়: উল্লেখ্য যে, ৩ ম্যাচের ODI সিরিজের প্রথম ম্যাচটিতে বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটে। ফলে ম্যাচটি ২৬ ওভারে নামিয়ে আনা হয়। যেখানে ভারত ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। যার জবাবে, অস্ট্রেলিয়া ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (DLS) ২১.১ ওভারে ১৩১ রান করে ৭ উইকেটে জয়লাভ করে। এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট অনুরাগীদের নজর এখন অ্যাডিলেডে (Ind vs Aus) টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তনের দিকে রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অধিনায়ক শুভমান গিলের মতো খেলোয়াড়েরা দ্বিতীয় ম্যাচে তাঁদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে জিততে চাইবেন।

আরও পড়ুন: “গোল্ডেন বয়”-এর মুকুটে নতুন পালক! ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ চোপড়া

উভয় দলের স্কোয়াড:
ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।

আরও পড়ুন: অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! কী কারণে দুর্ঘটনার সম্মুখীন রাষ্ট্রপতির হেলিকপ্টার? মিলল আপডেট

অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশানে, মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিস।