অমানবিক! চুঁচুড়ায় পথ কুকুরের কান, লেজ, চোখ কেটে দিল দুষ্কৃতীরা, এলাকায় চাঞ্চল্য

Published on:

Published on:

Horrific Torture of Stray Dogs in Chinsura News Shocks Everyone

বাংলা হান্ট ডেস্কঃ চুঁচুড়ার (Chinsura News) ময়নাডাঙা এলাকায় কয়েকটি পথ কুকুরের উপর অমানবিক অত্যাচারের ঘটনায় অবাক এলাকাবাসী। কেউ তাদের কান কেটেছে, কারও লেজ, কারও চোখে আঘাত করা হয়েছে, এমনকী কয়েকটি কুকুরের যৌনাঙ্গও কেটে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই নৃশংসতার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

চিকিৎসক দম্পতির আশ্রয়ে ছিল কুকুরগুলো (Chinsura News)

জানা গিয়েছে, ময়নাডাঙার বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক পি কে ঘোষ ও তাঁর স্ত্রী রীনা ঘোষের বাড়িতে কিছু পথ কুকুর আশ্রয় নিয়েছিল। ওই চিকিৎসক দম্পতি দীর্ঘদিন ধরে পথ কুকুরদের খাবার দেন, যত্ন নেন। পি কে ঘোষ বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের বাড়িতে কুকুর থাকে। আমি যেখানেই চেম্বার করি, সেখানেও কুকুরদের খাবার দিই। কিন্তু এবার যেটা দেখলাম, সেটা ভাবতেও ভয় লাগে। কারা এমন কাজ করেছে জানি না, তবে মানুষ এমন করতে পারে না।” তিনি জানান, কালীপুজোর রাতে শব্দবাজির ভয়ে কুকুরগুলো খুব ভয় পেয়ে গিয়েছিল। পরদিন সকালে দেখা যায়, তাদের উপর ভয়ংকর অত্যাচার করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে চন্দননগরের পশুপ্রেমী সংগঠনের সদস্যা সঞ্চিতা পাল ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, “আমরা অসুস্থ ও আহত কুকুরদের নিয়ে কাজ করি। খবর পেয়েছি, ময়নাডাঙায় পাঁচটি কুকুরের কান, লেজ, চোখ এমনকী প্রাইভেট পার্ট পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এ যেন মানুষ নয়, দানব!” তিনি আরও বলেন, “কিছুদিন আগে চন্দননগরে একটি বাচ্চা কুকুরের চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছিল। এখন আবার এমন ঘটনা ঘটল। আহত কুকুরগুলির চিকিৎসার ব্যবস্থা করছি, কিন্তু মানুষকে বদলানোই আসল দরকার।”

Horrific Torture of Stray Dogs in Chinsura News Shocks Everyone

আরও পড়ুনঃ ভোটের আগে CAA-তে জোর বিজেপির, রাজ্যে ১৭ জেলায় খুলছে সহায়তা শিবির

চুঁচুড়ার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। তাঁদের বক্তব্য, “যে মানুষ প্রাণীকে এমনভাবে আঘাত করতে পারে, সে সমাজের পক্ষে বিপদ।” অনেকেই পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করেছেন, অভিযুক্তদের দ্রুত খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। ঘটনার খবর (Chinsura News) এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। নেটিজেনদের একাংশ বলছেন, “এরা মানুষ নয়, বর্বর!”