ট্রাম রাস্তা আটকে মেট্রোর কাজ! বেআইনি নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে উঠবে মামলা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) একাধিক রুটে সম্প্রসারণ হয়েছে সম্প্রতি। ব্লু লাইনের পাশাপাশি গ্রিন, ইয়েলো লাইনেও চলছে মেট্রো। নতুন লাইনগুলি চালু হওয়ায় প্রচুর সুবিধাও হয়েছে যাত্রীদের। তবে মেট্রোর (Kolkata Metro) সম্প্রসারণের জেরে অনেক সময়ই নানান সমস্যা তৈরি হয়েছে। এবার যেমন পার্পল লাইনে রুট সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে ধর্মতলার ট্রাম ডিপো এলাকায়। ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ হওয়ায় বিক্ষোভ শুরু করেছেন ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) সম্প্রসারণের কাজে ফের বিতর্ক

উল্লেখ্য, মেট্রো সম্প্রসারণের কাজে ধর্মতলার ট্রাম লাইনের একাংশে কংক্রিটের নির্মাণ শুরু হয়েছে। আর তা ঘিরেই বিতর্ক। তবে মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে, এটি একটি অস্থায়ী নির্মাণ। এটা ছাড়া জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ পুরোপুরি ভাবে আটকে যাবে। কিন্তু মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের কথায় চিঁড়ে ভিজছে না। ফলত শুরু হয়েছে ক্ষোভ।

Kolkata Metro work in controversy because of tram

কী অভিযোগ উঠেছে: ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি অভিযোগ করেছে, কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই মেট্রো (Kolkata Metro) লাইনের উপরে শুরু হয়েছে কাজ। এ বিষয়ে পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ এগিয়ে যেতে অস্থায়ী ভাবে এই নির্মাণ করা হয়েছে ট্রাম লাইনের উপরে। তবে ট্রাম লাইন বাঁচিয়েই হবে মেট্রোর কাজ, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হবে লাইন। পরিকল্পনা করেই হবে সম্পূর্ণ কাজ। কিন্তু সেকথা কানে তুলতে নারাজ ট্রাম বাঁচাও আন্দোলনের সংগঠনগুলি।

আরও পড়ুন : বাংলাহান্টের কালীপুজোর তৃতীয় বর্ষে শুভেন্দু অধিকারী, সাধুবাদের সঙ্গে দিলেন সৎপথে লড়ার বার্তা

হাইকোর্টে যাওয়ার তোড়জোড়: উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ রয়েছে, ট্রাম লাইনের উপরে পিচ ঢেলে কোনও রকম বাধা তৈরি করা যাবে না। কিন্তু প্রশাসন এখন কংক্রিট নির্মাণের পথে হাঁটলে তাতেও বাধা সৃষ্টি হবে বলে অভিযোগ। এ বিষয়ে ক্যালকাটা ট্রাম ইউজারস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, হাইকোর্টের আদেশে কংক্রিট নির্মাণ নিয়ে কোনও নির্দিষ্ট নির্দেশ না থাকায় তার সুযোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন : বছর শেষেই কি বিয়ের পিঁড়িতে বনি-কৌশানী? জল্পনার অবসান ঘটালেন পিয়া

ট্রাম লাইনের কোথাও আবর্জনা ফেলে, কোথাও কংক্রিটের নির্মাণ করে ট্রাম চলাচলের রাস্তা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। জানা যাচ্ছে, ধর্মতলা ট্রাম ডিপোর ওই অংশেই ২০১৭ তে ইস্ট ওয়েস্ট মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল ট্রাম লাইন। পরে অবশ্য ২০২১ সালে সেখানে আবার লাইন ফিরিয়ে আনা হলেও আর কোনও মেট্রো চলাচল করেনি। তবে এবার ফের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি। এসপ্ল্যানেড ট্রাম ডিপোর যে অংশটি দিয়ে টালিগঞ্জ এবং খিদিরপুরের ট্রাম চলাচল করত সেখানে কংক্রিট দিয়ে শেড তৈরি হচ্ছে বলে অভিযোগ। এর বিরুদ্ধেই তারা আদালতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি।