বাংলা হান্ট ডেস্ক: ODI-তে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক হিসেবে শুভমান গিলের শুরুটা আদৌ ভালো হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI সিরিজের প্রথম ২ টি ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ODI সিরিজটিও ভারতের হাতছাড়া হয়ে গেছে। তবে, তৃতীয় ও শেষ ম্যাচটি এখনও বাকি থাকায় গিল এবং টিম ইন্ডিয়া ওই ম্যাচে কেমন ফলাফল করবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে, সিরিজ হারের পর অধিনায়ক শুভমান গিল বেশ কিছু অজুহাত দেখিয়েছেন। পাশাপাশি, তিনি রোহিত শর্মার প্রত্যাবর্তন সম্পর্কেও প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
দ্বিতীয় ম্যাচেও পরাজিত টিম ইন্ডিয়া (Team India):
টিম ইন্ডিয়া দ্বিতীয় ODI-তে ২ উইকেটে হেরেছে: ভারত (Team India) বনাম অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া ২ উইকেটে হেরেছে। রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল ভারতের হয়ে কিছু রান করলেও তা অস্ট্রেলিয়াকে হারানোর জন্য যথেষ্ট ছিলেন না। প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে হেরেছিল। এদিকে, টানা ২ টি পরাজয়ের পর, ভারত সিরিজ হেরে গেছে। এদিকে, দ্বিতীয় ম্যাচের পরে অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, “আমাদের রান খুব কম ছিল।”
তিনি আরও বলেন, যখন আপনি এত স্কোর ডিফেন্ড করেন এবং কিছু সুযোগ মিস করেন, তখন এটা সহজ নয়। গিল ফিল্ডিং করার সময় ভারতীয় দলের (Team India) কয়েকটি ক্যাচ ফেলে দেওয়ার প্রসঙ্গও উপস্থাপিত করেন। যেটি কেবল একটি অজুহাত হিসেবে বিবেচিত হতে পারে।
আরও পড়ুন: বড়সড় হামলার সম্মুখীন টাটার এই কোম্পানি! হল ২২,০০০ কোটির ক্ষতি
টস হারার বিষয়ে ক্যাপ্টেন গিল কী জানালেন: শুভমান গিল টানা দ্বিতীয়বার টস হেরেছেন। আগের ম্যাচে তিনি টস হেরেছিলেন এবং এবারেও তিনি টসে হারেন। দু’টি ম্যাচেই ভারতকে (Team India) প্রথমে ব্যাট করতে হয়ে। ক্যাপ্টেন গিলকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে বৃষ্টির কারণে প্রথম ম্যাচে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই ম্যাচে তা হয়নি। এটা অবশ্যই ভালো দিক যে উভয় দলই পুরো ৫০ ওভার খেলতে পেরেছে। তিনি বলেছেন প্রাথমিক পর্যায়ে উইকেটটি অবশ্যই বোলারদের সাহায্য করেছিল, কিন্তু ১৫-২০ ওভারের পর উইকেটটি সেট হয়ে যায়।
আরও পড়ুন: যে মাঠে ছিলেন নায়ক, সেখানেই ব্যর্থ! আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বিরাট কোহলির সঙ্গে যা ঘটল…
রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ: এদিকে, গিলকে তাঁর পূর্বসূরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, শুভমান গিল (Team India)বলেন যে, এত দীর্ঘ অনুপস্থিতির পর মাঠে ফেরা সহজ নয়। গিল স্বীকার করেছেন যে রোহিত প্রাথমিক পর্যায়ে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তিনি যেভাবে ব্যাটিং করেছিলেন তাতে সবাই সন্তুষ্ট। গিল আরও বলেন যে, তিনি মনে করেন রোহিত আরেকটি বড় ইনিংস মিস করেছেন।