ভাইফোঁটার পরের দিন কমল হলুদ ধাতুর দর! জানুন আজকের লেটেস্ট রেট

Published on:

Published on:

Gold Price decrease the day after bhaiphoota know today's latest rate

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষদের মাথায়। এমনকি বিক্রেতারাও বেশ চিন্তায় পড়েছিলেন। তবে ভাইফোঁটা শেষে এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমল হলুদ ধাতুর (Gold Price)। সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন আম জনতা থেকে স্বর্ণ ব্যবসায়ীরা। জানুন আজকের লেটেস্ট প্রাইস।

সোনার দামে বড় পতন! জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

ভারতে যে কোন উৎসবে সোনা (Gold) কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন। হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS) হল এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। জানুন আজকের রেট (Gold Price)।

Gold Price decrease the day after bhaiphoota know today's latest rate

আরও পড়ুন: শীতের স্পেশাল হালুয়া! গাজরের বদলে কুমড়ো, ঘরে বসেই বানিয়ে নিন মিষ্টির নতুন স্বাদ, জানুন রেসিপি

শুক্রবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৫০৭ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৭০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১২ লক্ষ ৫০ হাজার ৭০০ টাকা। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৪৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৬৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১১ লক্ষ ৪৬ হাজার ৪০০ টাকা। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ হাজার ৩৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯৩ হাজার ৮০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম (Gold Price) পড়বে ৯ লক্ষ ৩৮ হাজার টাকা।

এক নজরে গতকালের গোল্ড রেট: বৃহস্পতিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৯৭৫টাকা (-২৬৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৯৭৫০টাকা (-২৬৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬০০ টাকা (-২৭৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৬০০০ টাকা (-২৭৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২৫৪০টাকা (-২৭০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২৫৪০০টাকা (-২৭০০)।

প্রসঙ্গত, গত কয়েক বছরে সোনার দাম (Gold Price) বেড়েছে দ্রুত গতিতে। বিশেষ করে চলতি মাসে লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দর (Gold Price)। এমতাবস্থায় সোনার দাম সামান্য কিছুটা কমায় স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।