বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ হিসেবেই পরিচিত নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)। বিভিন্ন বিষয়ে স্পষ্ট জবাব দেওয়ার ব্যাপারে তিনি সিদ্ধহস্ত। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। কিন্তু তাঁর বিভিন্ন মন্তব্য নিয়ে বহুবার বিতর্ক হয়েছে ইন্ডাস্ট্রিতে। এমনকি সরাসরি নিজের সহকর্মী এবং জুনিয়র অভিনেতাদের নিয়ে তাঁর মন্তব্যও থেকেছে চর্চায়।
বলিউড অভিনেতাদের নিয়ে স্পষ্ট জবাব নাসিরউদ্দিনের (Naseeruddin Shah)
সম্প্রতি নাসিরউদ্দিনের (Naseeruddin Shah) একটি পুরনো সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, খান, কুমার বা দেবগণদের মতো ইন্ডাস্ট্রির নামী তারকাদের ছবি কি তিনি দেখেন? তাঁদের অভিনয় প্রতিভার প্রশংসা করেন? উত্তরে কোনোরকম রাখঢাক না করেই নাসিরউদ্দিন বলেন, এঁদের কারোরই ছবি দেখার চেষ্টাও তিনি করেন না।

এই অভিনেতার প্রশংসা নাসিরের: প্রবীণ অভিনেতা স্পষ্ট বলেন, এই অভিনেতাদের অনেকের সঙ্গেই কাজ করেছেন তিনি। কিন্তু কেউই তাঁকে তেমনভাবে মুগ্ধ করতে পারেননি। তবে এর মধ্যেও একজন অভিনেতার প্রশংসা করেন নাসিরউদ্দিন (Naseeruddin Shah)। তিনি হলেন অক্ষয় কুমার। অভিনেতার কথায়, অক্ষয় কোনোরকম গডফাদার, সমর্থন ছাড়াই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন। এতদিন কাজের পর তিনি একজন দক্ষ অভিনেতা হয়ে উঠেছেন।
আরও পড়ুন : SIR শুরু হলে ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে, বাংলায় BLO দের স্বস্তি দিয়ে জারি হচ্ছে নোটিশ
শাহরুখকে নিয়ে বিষ্ফোরক নাসিরউদ্দিন: তবে অক্ষয়ের সঙ্গে সঙ্গে শাহরুখ খানও যে কোনোরকম ব্যাকগ্রাউন্ড ছাড়াই সাফল্যের শীর্ষে উঠেছেন, সেকথা প্রশ্নকর্তা উল্লেখ করেন। জবাবে নাসিরউদ্দিন (Naseeruddin Shah) বলেন, সেই কারণেই শাহরুখের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। কিন্তু একজন অভিনেতা হিসেবে শাহরুখ নাকি বিরক্তিকর হয়ে উঠছেন বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন।
আরও পড়ুন : পাঁচ মিনিটেই ধৃত পাঁচজনকে শণাক্ত নির্যাতিতার, দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে ‘মাস্টারমাইন্ড’ কে?
প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে ‘ম্যায় হু না’, ‘কভি হাঁ কভি না’ এর মতো ছবিতে কাজ করেছিলেন নাসিরউদ্দিন শাহ। অন্যদিকে অক্ষয়ের সঙ্গে ‘মোহরা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি ম্যায় হু না এর পরিচালক ফারাহ খান জানান, এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য নাকি প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা নাকি খুবই ঝামেলা করেছিলেন। পরিস্কার জানিয়েই দিয়েছিলেন, খলনায়কের চরিত্র করতে পারবেন না তিনি।













