মেট্রো প্রকল্পে গতি! ছট পুজোর পর ব্লু লাইনে শুরু হচ্ছে বড় কাজ, আশার আলো অরেঞ্জ লাইনেও

Published on:

Published on:

Kolkata Metro work begins on Blue Line after Chhath hope shines on Orange Line

বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য কলকাতা মেট্রো (Kolkata Metro) নিয়ে এল এক নতুন উদ্যোগ। কলকাতা মেট্রো ৪১ তম জন্মদিন পালনের অনুষ্ঠানে এক ঝাঁক আশার কথা শোনালেন কলকাতা মেট্রোর জি এম শুভ্রাংশু শেখর মিশ্র। প্রসঙ্গত কলকাতা মেট্রোর সবথেকে পুরনো লাইন হল ব্লু লাইন। তবে বর্তমানে সেখানে প্রতিদিনই নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে। তাই সেই সমস্যাগুলি দ্রুত সমাধান করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

ছটের পর ব্লু লাইনে কাজ শুরু, আশার আলো অরেঞ্জ লাইনে (Kolkata Metro)

কলকাতা মেট্রো নিত্যযাত্রীদের কাছে একটি সহজ যাতায়াত ব্যবস্থা। তবে বর্তমানে মেট্রো সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে। আর এই সমস্যা সমাধানের কাজ অতি দ্রুত শুরু হবে বলে জানান রেল কর্তৃপক্ষ। এছাড়াও কলকাতা মেট্রোর (Kolkata Metro) ৪১ তম জন্মদিনের অনুষ্ঠানে এক ঝাঁক আশার কথা শোনালেন কলকাতা মেট্রোর জি এম শুভ্রাংশু শেখর মিশ্র। নতুন কি কি প্রকল্প নিয়ে আসা হচ্ছে তা নিচে বিস্তারিত জানানো হল।

Kolkata Metro work begins on Blue Line after Chhath hope shines on Orange Line

আরও পড়ুন: বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার নয়! কি বলছে হাইকোর্ট?

ব্লু লাইন নিয়ে প্রকল্প:

১) ৪০ বছরের পুরনো এই ব্লু লাইন এখন যত সমস্যার কেন্দ্রে রয়েছে। তাই যে সমস্যাগুলি রয়েছে তা নিয়ে কাজ করছে RITES।

২) এখনো পর্যন্ত ব্লু লাইনের অন্তিম স্টেশন কবি সুভাষ ও শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের (Metro Station) যে কাজ আটকে রয়েছে সেটি ছট পুজোর পরই দ্রুত শুরু করা হবে।

৩) আগামী সপ্তাহ থেকেই এই কাজগুলো শুরু করা হবে বলে মনে করা হচ্ছে।

৪) তিন থেকে চার বছরের মধ্যে এই সকল সমস্যার সমাধান হবে বলে আশ্চর্য দেওয়া হয়েছে।

অরেঞ্জ লাইনে সম্প্রসারণ:

১) অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ আটকে রয়েছে চিংড়িহাটার কাছে।

২) চলতি বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।

৩) রাজ্যের সঙ্গে কথা বলে দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

৪) ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন চালু হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রোরেল আরও সম্প্রসারণ করা:

১) মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ৫৭ কিলোমিটার যাত্রাপথের অনুমতি মিলেছে।

২) ২০২৬ এর মধ্যে ২৯ কিলোমিটারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

৩) তার মধ্যে উনিশ কিলোমিটার যাত্রী পরিষেবা জন্য চালু করা সম্ভব।

৪) ২০১৯ এর মধ্যে মাইকেল নগর অরেঞ্জ লাইনের সঙ্গে যুক্ত হবে এয়ারপোর্ট।

৫) ২০১৯ এর মধ্যে পার্পেল লাইন অর্থাৎ জোকা-ধর্মতলার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে (Kolkata Metro)।