বাংলা হান্ট ডেস্ক: বিধান নগর স্টেশনে আর থামবে না আটটি ট্রেন। ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে এই ট্রেনগুলি থামবে না বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway)। এর ফলে যাত্রীরা সমস্যার মুখে পড়তে পারেন। আজকের প্রতিবেদনে জানানো হল ২৭ অক্টোবর থেকে কোন কোন ট্রেন গুলি বিধান নগর স্টেশনে আর দাঁড়াবে না।
বিধাননগর স্টেশনে থামবে না ৮টি ট্রেন (Eastern Railway)
সূত্রের খবর সোমবার থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। শিয়ালদহ ডিভিশন থেকে ছাড়া ৪ জোড়া ট্রেন থামবে না বিধান নগর স্টেশনে। অর্থাৎ মোট আটটি দূরপাল্লার ট্রেন যেগুলি বিধান নগর স্টেশনে থামতো সেগুলি আর সোমবার থেকে থামবে না বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway)। জেনে নিন সেগুলি কোন কোন ট্রেন।

আরও পড়ুন: মেট্রো প্রকল্পে গতি! ছট পুজোর পর ব্লু লাইনে শুরু হচ্ছে বড় কাজ, আশার আলো অরেঞ্জ লাইনেও
১) ২৭/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৫৩ শিয়ালদা-মালদা গৌড় এক্সপ্রেস।
২) ২৬/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৫৪ মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেস। যাত্রা
৩) ২৭/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৪৭ শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।
৪) ২৬/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরুর তারিখ।
৫) ২৭/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৪৯ শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
৬) ২৬/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৫০ আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
৭) ২৭/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৮৫ শিয়ালদা-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস।
৮) ২৬/১০/২০২৫ থেকে কার্যকর হবে ১৩১৮৬ জয়নগর-শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস (Eastern Railway)।













