‘আমার ভুল ছিল’, ভোটের আগে বিস্ফোরক স্বীকারোক্তি শুভেন্দুর, ভরা সভায় যা বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ একসময় ছিলেন তৃণমূলের অংশ। তবে ২০২০ সালে ‘ফুলবদল’ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) টিকিটেই নন্দীগ্রাম থেকে জয়ী হন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু। বর্তমানে বাংলা থেকে তৃণমূলকে বিদায় করা অন্যতম লক্ষ্য, একাধিকবার একথা শোনা গিয়েছে তাঁর মুখে।

তবে এবার শুভেন্দু অধিকারীর কণ্ঠে শোনা গেল আফসোসের সুর! তৃণমূল (TMC) করার সিদ্ধান্ত ভুল ছিল, দাবি করেন তিনি। বুধবার বহরমপুরের করিমপুরে দলীয় সভা করেন নন্দীগ্রামের বিধায়ক। সেখান থেকেই ভুল স্বীকার করেন তিনি। শুভেন্দু বলেন, ‘তখন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে আমি ভুল করেছিলাম’।

এখানেই না থেমে শুভেন্দু দাবি করেন, ডোমকল, জলঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনও সংগঠন ছিল না। তিনি এখানে পড়ে থেকে দলের সংগঠন তৈরি করেছিলেন। সেটা ঠিক হয়নি, এদিন দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। পাশাপাশি প্রাক্তন দলের ‘বাড়বাড়ন্তে’র জন্যে ভুল স্বীকারও করে নেন তিনি।

আরও পড়ুনঃ বিরাট চমক! শুভেন্দুর হাত ধরে BJP-তে কৃষ্ণনগরের রানিমা অমৃতা, চাপ বাড়ছে মহুয়ার?

চব্বিশের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বহরমপুর কেন্দ্রে বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দিয়েছে তৃণমূল। ব্রিগেডের জনগর্জন সভায় তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকে একাধিকবার সুর চড়িয়েছে বিজেপি। গুজরাতের ইউসুফকে টিকিট দেওয়া নিয়ে বহিরাগত ইস্যু নিয়ে সরব হন তারা। এবার শুভেন্দুর মুখেও শোনা গেল এক কথা।

ইউসুফের নাম না নিয়েই বিজেপি বিধায়ক বলেন, ‘তৃণমূলের দশা এতটাই খারাপ যে গুজরাত থেকে প্রার্থী ভাড়া করে আনতে হয়েছে’। জোড়াফুলের পাশাপাশি এদিন কংগ্রেসকেও নিশানা করেন শুভেন্দু। ‘অধীর-গড়ে’ দাঁড়িয়েই তিনি দাবি করেন, মুর্শিদাবাদ থেকে এবার বিজেপি প্রার্থীই সাংসদ হবে।

suvendu adhikari says working for tmc was a mistake

শুভেন্দুর কথায়, ‘এবার মুর্শিদাবাদ থেকে লোকসভায় বিজেপি প্রার্থী যাবে। এই কেন্দ্র আর কংগ্রেসের থাকবে না’। গোটা দেশে সব মিলিয়ে কংগ্রেস ২০টি আসনেও জয়ী হতে পারবে না বলে দাবি করেন বিজেপি নেতা। উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি কংগ্রেস। তবে অনুমান করা হচ্ছে অধীররঞ্জন চৌধুরীকেই ফের এই কেন্দ্রে দাঁড় করানো হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর