‘প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে…’, বেসুরে বাজছেন হুমায়ুন, দল ছাড়ার ইঙ্গিত ভরতপুর বিধায়কের?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : নিজের দলের বিরুদ্ধেই সরব হয়ে অস্বস্তি বাড়িয়ে চলেছেন বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। একের পর এক তোপ দেগে চলেছেন তিনি। তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছেন ভরতপুরের বিধায়ক। জীবনকৃষ্ণের গ্রেফতারির নেপথ্যে তাঁরই হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। জীবনকৃষ্ণের বাবাকে নাকি হাত করা হয়েছে বলে দাবি করেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার তিনি টানলেন অধীর চৌধুরীর প্রসঙ্গ।

দলের বিরুদ্ধেই ‘বিদ্রোহী’ হুমায়ুন কবীর (Humayun Kabir)

কিছুদিন আগে অপূর্ব সরকার বলেন, তৃণমূলকে যদি কেউ চ্যালেঞ্জ করে তবে তা বিনয়ের সঙ্গে গ্রহণ করবেন তিনি। পালটা চ্যালেঞ্জ ফিরিয়ে দিয়েছেন হুমায়ুন (Humayun Kabir)। তিনি বলেন, ২০১২ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। কিন্তু তাঁর ভাগ্যে কী জুটেছে! এরপরেই তিনি বলেন, তিনি রেজিনগরে দাঁড়াবেন, আবার কান্দিতেও দাঁড়াবেন।

Humayun kabir opens up against own party tmc

অধীর চৌধুরীর প্রসঙ্গ উত্থাপন: সঙ্গে হুমায়ুনের (Humayun Kabir) সংযোজন, ‘দরকারে আর এক হুমায়ুনকে নিয়ে এসে কান্দিতে দাঁড় করাব। দেখব কত ধানে কত চাল হয়। অপূর্ব সরকার তোকেও দেখাব। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম’। এরপরেই তিনি টেনে আনেন অধীর চৌধুরীকে। জোর গলায় বলেন, ‘হোক লড়াই! মানুষ কী চায় দেখা যাবে। যে অধীর চৌধুরীকে ২০২৪ সালে হারিয়েছি দরকারে সেই অধীর চৌধুরীর সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব’।

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যেই বাংলায় SIR? তামিলনাড়ুতে নির্ঘন্ট ঘোষণার মাঝেই বঙ্গ নিয়ে মুখ খুললেন সুকান্ত মজুমদার

কী অভিযোগ বিধায়কের: শুধু অধীর চৌধুরী নয়, ডেবরার বিধায়ক আরেক হুমায়ুন কবীরের (Humayun Kabir) প্রসঙ্গও তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ডেবরার বিধায়ককেও অনেক অসম্মান করা হচ্ছে। দুই হুমায়ুনের নাকি প্রায়ই কথা হয়। বিধানসভার লবি, ডেবরার হুমায়ুনের বাড়ি এমনকি ফোনেও কথা হয় দুজনের।

আরও পড়ুন : ফের শাসক! সরকারি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে শাসানির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল জেলা সভাপতি

ডেবরার বিধায়কের ব্যাপারে ভরতপুরের বিধায়ক বলেন, ‘পদে পদে অসম্মান করা হচ্ছে তাঁকে। আমাদের দুই হুমায়ুন কবীরকে যদি দল মনে করে অপ্রাসঙ্গিক করে রাখবে তাহলে তা করতে পারে। আমিও কী করতে পারি সেটা আমি বলেছি’। এই বিতর্কের মাঝে শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে ভরতপুরের হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসতে পারে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।