বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ফের কমিশনের কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নিজের সমাজমাধ্যমে এক বিস্ফোরক পোস্ট করে ডায়মন্ড হারবারের এক বিএলও-র রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আনলেন তিনি। অভিযোগ, ওই বিএলও-র সরাসরি যোগ রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে।
কার ঠিকুজি প্রকাশ করলেন শুভেন্দু (Suvendu Adhikari)?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পোস্ট করে জানান, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৮৭ নম্বর বুথের বিএলও হলেন মহম্মদ আলাউদ্দিন মোল্লা। কিন্তু এখানেই শেষ নয়। শুভেন্দুর দাবি, তিনি শুধু ভোটার তালিকা সংশোধনের দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধি নন, পাশাপাশি সরিসার তৃণমূল অঞ্চল সভাপতি পদও সামলান। শুভেন্দুর আরও আরও দাবি করে জানান যে, আলাউদ্দিন মোল্লার স্ত্রী লিয়ালা বিবিও তৃণমূলের সক্রিয় সদস্যা। তিনি ডায়মন্ড হারবারের ২ নম্বর ব্লকের নির্বাচিত প্রার্থী হিসেবে রয়েছেন।
কমিশনের কাছে সরাসরি আবেদন শুভেন্দুর
নিজের পোস্টে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অনুরোধ করব, এই রকম রাজনৈতিক প্রভাব ও পরিচয় সম্পন্ন বিএলও-দের দয়া করে সরিয়ে দিন। এদেরকে তৃণমূলের হয়ে কাজ করার জন্য নিয়োগ করা হয়েছে। এই ধরনের ব্যক্তিদের অপসারণ করতে পারলেই রাজ্যের শাসক দলকে ভোটার তালিকায় প্রভাব খাটানো থেকে নিস্ক্রিয় করা যাবে।”
শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সূত্রের খবর, ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের জেলাশাসকের কাছ থেকে ওই বিএলও মহম্মদ আলাউদ্দিন মোল্লা সম্পর্কিত রিপোর্ট তলব করা হয়েছে। বিরোধী শিবিরের দাবি, যদি সত্যিই কোনও বিএলও-র রাজনৈতিক পরিচয় থাকে, তবে তাঁর মাধ্যমে ভোটার তালিকার তথ্য সংগ্রহ নিরপেক্ষ হবে না। তাই, কমিশনের দ্রুত হস্তক্ষেপই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বলে মত শুভেন্দু শিবিরের।

আরও পড়ুনঃ বাংলার মাটিতে ৫ লক্ষ কণ্ঠে ‘ঐতিহাসিক’ গীতাপাঠ! কবে, কোথায় হচ্ছে? বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন (SIR) এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, কমিশনের প্রস্তুতি চলছে। এবার যখন বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, তখন তাঁদের রাজনৈতিক সংযোগ নিয়েই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই ঘটনায় সরগরম রাজ্য রাজনীতিতে।













