ফিরহাদ হাকিমের ওয়ার্ডে কুপিয়ে খুন! রক্তাক্ত অবস্থায় ১০০ মিটার দৌড়ালেন ব্যক্তি

Published on:

Published on:

Murder in Kolkata Chetla 26th October 2025

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার গভীর রাতে চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ড চত্বর কেঁপে উঠল এক মর্মান্তিক ঘটনায়। স্থানীয় সূত্রে খবর, মদের আসরে বচসা থেকে ঘটে যায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। অভিযোগ, শাবল দিয়ে আঘাত করে খুন করা হয় এক ব্যক্তিকে। নিহতের নাম অশোক পাসওয়ান (৩৮), পেশায় সার্ভিস সেন্টারের মেকানিক (Kolkata)।

রক্তাক্ত অবস্থায় দৌড় ১০০ মিটার, শেষে লুটিয়ে পড়লেন অশোক (Kolkata)

প্রত্যক্ষদর্শীদের দাবি, শাবলের আঘাতে রক্তাক্ত হয়ে অশোক দৌড়তে শুরু করেন। প্রায় ১০০ মিটার ছুটে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যায় পথের একাংশ। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এই এলাকায় নাকি রাত নামলেই জমে ওঠে মদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বহিরাগতদের ভিড়ে উত্তেজনা ছড়ায় চেতলার ওই অঞ্চলে। শুরু হয় মদ্যপান, ঝগড়া, এমনকি মাঝে মাঝেই মারামারিও। অভিযোগ, কেউ প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এলাকার মানুষের দাবি, বহুবার অভিযোগ জানানো হলেও পুলিশি টহল বাড়েনি (Kolkata)।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই এক জনকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি। প্রাথমিক অনুমান, মদের নেশায় তর্ক থেকেই খুন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে আটক ব্যক্তিকে। ঘটনার তদন্তে নেমেছে চেতলা থানার পুলিশ।

Murder in Kolkata Chetla 26th October 2025

আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারের BLO আসলে তৃণমূল সভাপতি? শুভেন্দু অভিযোগ করতেই রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে মেয়র ফিরা হাকিমের ওয়ার্ডে। মন্ত্রিপরিষদের সদস্য ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এমন নৃশংস খুনে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলও নজর রাখছে ঘটনার দিকে। স্থানীয়দের একাংশের অভিযোগ, “রাতে পুলিশি নজরদারি থাকলে হয়তো আজ বাঁচানো যেত অশোককে।” এলাকাবাসীর দাবি, চেতলায় রাতের বেলা পুলিশি টহল বাড়ানো হোক (Kolkata)।