বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিক থাকলে ছয় মাস পর রাজ্যে বিধানসভা ভোট। এই আবহেই এবার বাংলায় এসআইআর (SIR)। রিপোর্ট বলছে, আর কয়েকদিনের মধ্যেই রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে। বর্তমানে জোর কদমে চলছে প্রস্তুতি। এরই মধ্যে এবার বিএলও-দের জন্য কড়া নির্দেশিকা জারি। সরকারি কর্মীদের (Government Employees) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি। কেন?
সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা | Government Employees
রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি বিএলও কাজে যোগ দেননি। তারা যাতে অবিলম্বে কাজে যোগ দেয় সেই লক্ষ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ এই বিএলও-দের। নির্দেশিকায় ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে বলা হয়েছে, বাধ্যতামূলকভাবে কমিশনের নির্দেশ পালন করতে হবে বিএলও-দের।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কর্বত্যে গাফিলতি থাকলে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা। উল্লেখ্য, এর আগে কয়েকশো বিএলও-দের কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল নির্বাচন কমিশন। বিএলও-রা নাকি কমিশনের কাজ করতে না চাওয়ায় বিএলও-দের কাছে কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারের BLO আসলে তৃণমূল সভাপতি? শুভেন্দু অভিযোগ করতেই রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
নির্দেশিকায় রাজ্য নির্বাচন কমিশন তরফে আরও বলা হয়েছে, এসআইআর-এর কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। এক্ষেত্রে কোনও রকমের যুক্তি, অজুহাত, ঢিলেমি নয়। এসআইআর প্রক্রিয়ায় কর্মরত কাউকে অন্য কাজে নিযুক্ত করা বা বদলি করা যাবে না বলে তাদের আশ্বস্ত করেছে কমিশন।













