বঙ্গে শীতের দেখা নেই! এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ নিয়ে ‘খারাপ খবর’ দিল আলিপুর আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(113)

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে তা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’। এর প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে রবিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টি হবে না।

আগামীকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এর পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম-বেশি। কলকাতা-সহ অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ আরয় বাড়বে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।

south bengal weather(104)

বুধবার ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। বজ্রঝড় ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও আবহাওয়াতেও বদল আসবে আগামী সপ্তাহ থেকে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

রবিবার বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে। সোমবার থেকে বুধবার অবধি মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবারে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।