বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা (Dearness Allowance) শুনানি শেষ হলেও রায়দান এখনও হয়নি। চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস “Heard and Reserved”। কবে ডিএ মামলার রায়দান হতে পারে সেই নিয়ে তুঙ্গে জল্পনা।
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায়দান কবে? অপেক্ষা বাড়ছে সরকারি কর্মীদের। আগে অনুমান করা হচ্ছিল দীপাবলির আগেই ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই আশায় জল। সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছিল। সোমবার খুলে যাবে কোর্ট।
আপাতত অক্টোবর প্রায় শেষের দিকে। শোনা যাচ্ছে নভেম্বর মাসে ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মীদের একাংশের মতে, নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যেই ডিএ মামলায় রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আবার আগামী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। তার আগেই ডিএ মামলার রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ডিএ মামলার চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ডিএ মামলায় সব পক্ষকেই রিপোর্ট জমা করতে হবে। সেই মত রাজ্য সরকার মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম নির্দেশ অনুযায়ী। আপাতত রায়দানের অপেক্ষায় সকলে।
অক্টোবর মাসের শুরুতে শোনা গিয়েছিল, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডিএ মামলা ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট ও পেশ করা তথ্য সহ মামলাকারী ও সংগঠনগুলির রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে। কবে রায়দান হতে পারে সেই সংক্রান্তও কোনও ঘোষণা হয়নি সুপ্রিম কোর্ট তরফে। তবে একাধিক রিপোর্ট বলছে নভেম্বর মাসের শুরুতে ডিএ মামলার রায় বেরোনোর জোরালো সম্ভাবনা রয়েছে।