বড় চমক! KKR-এর হেড কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? নাম জানলে অবাক হবেন

Published on:

Published on:

Who will be the head coach of Kolkata Knight Riders?

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর পরবর্তী মরশুমের জন্য সমস্ত দল তাদের প্রস্তুতি জোরদার করেছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি বড় পরিবর্তনও করা হচ্ছে। এই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত, ৩ বারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) এবার একটি বড় পরিবর্তন করতে চলেছে। কয়েক মাস আগে, কলকাতা নাইট রাইডার্স থেকে আলাদা হয়েছেন তাদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এমতাবস্থায়, KKR-এর নতুন হেড কোচ সম্পর্কে একটি বড় আপডেট এসেছে।

KKR (Kolkata Knight Riders)-এর নতুন হেড কোচ কে হবেন:

মিডিয়া রিপোর্ট অনুসারে, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ২০২৬ সালের IPL-এর জন্য অভিষেক নায়ারকে তাদের হেড কোচ হিসেবে নিয়োগ করতে চলেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, অভিষেক নায়ারকে গত সপ্তাহে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল এবং শীঘ্রই এই সংক্রান্ত একটি ঘোষণা করা হবে বলেও অনুমান করা হচ্ছে।

জানিয়ে রাখি যে, অভিষেক নায়ার গত বছরও KKR (Kolkata Knight Riders)-এর অংশ ছিলেন। যেখানে তিনি একজন সাপোর্ট স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে, আসন্ন মরশুমে অভিষেক নায়ার চন্দ্রকান্ত পণ্ডিতের স্থলাভিষিক্ত হবেন। যিনি ২০২২ সালে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হন।

আরও পড়ুন: আবার শুরু অপেক্ষা! ফের কবে টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামবেন রোহিত-বিরাট?

উল্লেখ্য যে, চন্দ্রকান্ত পণ্ডিত ৩ টি মরশুম ধরে KKR (Kolkata Knight Riders)-এর হেড কোচ ছিলেন। তাঁর অধীনে, KKR ২০২৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তাদের তৃতীয় IPL শিরোপা জিতেছিল। এদিকে, চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে ৬ টি রঞ্জি ট্রফি শিরোপা জয়ী কোচ হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

আরও পড়ুন: চিনের থেকেও এগিয়ে থাকবে দেশ! শুল্কবাণের আবহেই ভারতের অর্থনীতিতে ভরসা রাখল IMF

অভিষেক নায়ার KKR-এর ২০২৪ সালের কোচিং স্টাফেরও অংশ ছিলেন: জানিয়ে রাখি যে, অভিষেক নায়ার ২০২৪ সালের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কোচিং স্টাফের অংশ ছিলেন। তিনি বেশ কয়েকটি মরশুম ধরে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে, ২০২৪ সালে তিনি টিম ইন্ডিয়ায় সহকারী কোচ হিসেবে যোগ দেন। এর ফলে তিনি KKR থেকে বিদায় নেন। যদিও, ১০ মাসেরও কম সময়ের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি KKR দলে ফিরে আসেন।