বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগের পরীক্ষার পর সম্প্রতি গ্রুপ সি (Group C), গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। এবার পরীক্ষায় নম্বর বরাদ্দ করল এসএসসি।
গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে আপডেট কমিশনের | SSC Recruitment
বলা হয়েছে, গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে পরীক্ষায় বাড়তি সুবিধা মিলবে। অভিজ্ঞতার নিরিখে রাখা হয়েছে ৫ নম্বর। SSC সূত্রে খবর, গ্রুপ-সি শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া। ওএমআর শিটে হবে পরীক্ষা। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বরাদ্দ থাকবে ১০ নম্বর।
জানা গিয়েছে, গ্রুপ-সির ক্ষেত্রে মৌখিক ইন্টারভিউয়ে বরাদ্দ থাকছে ১০ নম্বর। কম্পিউটার টাইপিং ও বাড়তি কম্পিউটার জ্ঞানের জন্য বরাদ্দ থাকছে ১৫ নম্বর। শিক্ষাগত যোগ্যতা-সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে নম্বর বিভাজন করেছে স্কুল সার্ভিস কমিশন। উল্লেখ্য, জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ৪০০ টাকা।
তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ টাকা করে দিতে হবে আবেদনের জন্য। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, গ্রুপ-সি ও গ্রুপ-ডি বিভাগের জন্য ‘অযোগ্য’দের পৃথক তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র কর্মীদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। যার জেরে ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। দাগি নন, এমন শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই সুবিধা মেলেনি। এবার সেই শিক্ষাকর্মী নিয়োগের পথে কমিশন।













