বাংলা হান্ট ডেস্কঃ রাজপুর সোনারপুরে একটি আবাসনে সম্প্রতি এক ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটেছে। সূত্রের খবর গতকাল রাতে কেন্দ্রীয় শুল্ক আধিকারিক শ্রী প্রণব কুমারের উপর ভয়াবহ হামলা করা হয়েছে। অভিযোগ, আবাসনের ভিতরে ঢুকে আধিকারিককে বেধড়ক মারধর করা হয়। তাঁর স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় এবং শিশু সন্তানও আঘাতের শিকার হয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কিভাবে ঘটে হামলার ঘটনা?
জানা যায়, ঘটনার সূত্রপাত ঘটে প্রণব কুমার বাড়ি ফেরার সময়। প্রণব কুমার জানান তাঁর বাইকের সঙ্গে একটি অটোর ধাক্কা লাগে। তখন নাকি ওই অটোচালকের সাথে তাঁর বিতর্ক তৈরি হয়। এরপর প্রায় ৫০-৬০ জন অটোচালক আধিকারিকের ফ্ল্যাটে প্রবেশ করে। অভিযোগ, ফ্ল্যাটের দরজা ভেঙে আধিকারিককে মারধর করা হয়, মাথা ফাটানো হয় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
আহত আধিকারিক জানিয়েছেন, “তারা আমার ঘরে প্রবেশ করে আমাকে মারধর করেছে। আমার স্ত্রীকেও ধাক্কা দিয়েছে। আসবাবপত্র ভেঙে রেখে চলে গেছে।” ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বারবার পুলিশকে জানালেও সময়মতো পুলিশ উপস্থিত হয়নি। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে।
আহত আধিকারিকের বাড়িতে গেলেন শুভেন্দু (Suvendu Adhikari)
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আহত আধিকারিকের বাড়িতে গিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি রাজ্যের আইন-শৃঙ্খলার অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এদিন এক্স (X) হ্যান্ডেলে লিখেছেন, “তৃণমূলের গুন্ডারা ঢুকে প্রণব কুমারের ফ্ল্যাটে ভাঙচুর চালিয়েছে। তাঁর মাথা ফাটানো হয়েছে। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রায় ২০০ জন তৃণমূল কর্মী অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হয় এবং ৫০ জনের বেশি গুন্ডা জোরপূর্বক প্রবেশ করে। পুলিশ রাত ৯টার পরেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। স্পষ্ট, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের সুরক্ষা দিচ্ছে পুলিশ।”
শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেছেন যে, “যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা আক্রান্ত হতে পারেন, তাহলে আর কেউই পশ্চিমবঙ্গে নিরাপদ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রাজ্যে আইন নেই, শৃঙ্খলা নেই, কেবল তৃণমূলের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ শেষ করতে হবে। আমি প্রণব কুমার ও তাঁর পরিবারকে পাশে আছি এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ ৩৫০ কোটির চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে! ঝাড়খণ্ড পালাতে গিয়েই ধরা পড়ল তহসিন
পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আহত আধিকারিককে চিকিৎসার জন্য কল্যাণী AIIMS-এ পাঠানোর পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।













