৭ ম্যাচ, ০ জয়! মহিলা বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ নকভি, বড় সিদ্ধান্ত নিল PCB

Published on:

Published on:

Pakistan Women's National Cricket Team recent update.

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে পাকিস্তানের (Pakistan Women’s National Cricket Team) পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। তারা ৭ টি ম্যাচে ১ টিতেও জয়লাভ করতে পারেনি। এই লজ্জাজনক পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেট বোর্ডকে হতবাক করে দিয়েছে। এমনিতেই পাকিস্তানের পুরুষ দল সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছে। সেই আবহে এখন তাদের মহিলা দলও অত্যন্ত শোচনীয় জায়গায় রয়েছে। এমতাবস্থায়, PCB দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে অপসারণের পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে।

মহিলা বিশ্বকাপে একটিও ম্যাচে জয় পায়নি পাকিস্তান (Pakistan Women’s National Cricket Team):

PCB দলের হেড কোচকে অপসারণের পরিকল্পনা করছে: ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে পাকিস্তানের মহিলা দল (Pakistan Women’s National Cricket Team) খারাপ পারফরম্যান্স প্রদর্শন করায় হেড কোচ মুহাম্মদ ওয়াসিমকে অপসারণের পরিকল্পনা চলছে। এই বড় টুর্নামেন্টে পাকিস্তান একটিও সাফল্য পায়নি। ইতিমধ্যেই একটি রিপোর্টে বলা হয়েছে যে, PCB চেয়ারম্যান মহসিন নকভি দলের পারফরম্যান্স এবং উন্নতি আনতে ওয়াসিমের ব্যর্থ প্রচেষ্টায় হতাশ। ওয়াসিম গত বছর কোচ হয়েছিলেন। কিন্তু তাঁর নেতৃত্বে দলটি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।

Pakistan Women's National Cricket Team recent update.

এদিকে, PTI জানিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন একজন বিদেশি কোচ নিয়োগের কথা বিবেচনা করছে। তারা বিভিন্ন বিকল্প অনুসন্ধান করছে এবং অদূর ভবিষ্যতে একটি আনুষ্ঠানিক ঘোষণাও করা হতে পারে। সামগ্রিকভাবে এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের লক্ষ্য হল দেশের মহিলা ক্রিকেটকে (Pakistan Women’s National Cricket Team) সঠিক পথে নিয়ে যাওয়া এবং দলের পারফরম্যান্স উন্নত করা।

আরও পড়ুন: “কাঙাল” পাকিস্তান পাবে মোক্ষম ধাক্কা! ভারতের এই বিশেষ পদক্ষেপেই ঘুম উড়বে পড়শি দেশের

পাকিস্তানের মহিলা দল ৪ টি পরাজয়ের মুখোমুখি হয়েছে: উল্লেখ্য যে, ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে, পাকিস্তান মহিলা দল (Pakistan Women’s National Cricket Team) তাদের ৭ টি ম্যাচের মধ্যে ৪ টিতে হেরেছে। এদিকে, বৃষ্টির কারণে ৩ টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ, পুরো টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান একটিও ম্যাচ জিততে পারেনি। যার ফলে তাদের সমর্থকরা গভীরভাবে হতাশ হয়েছে।

আরও পড়ুন: বড় চমক! KKR-এর হেড কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? নাম জানলে অবাক হবেন

তবে, পাকিস্তান দল কেবল ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও লড়াই করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন মহিলা দলকে (Pakistan Women’s National Cricket Team) পুনর্গঠনের চেষ্টা করছে। এমতাবস্থায়, হেড কোচের অপসারণ ছাড়াও আর কী কী পরিবর্তন আনা হবে সেটাই এখন দেখার বিষয়।