বাংলা হান্ট ডেস্ক: আগামী ২৭ অক্টোবর, ২০২৫ অর্থাৎ সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহটিতেও দেশজুড়ে নানা উৎসবের রেশ বজায় থাকবে। এই সময় ছটপুজো থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী এবং কন্নড় রাজ্যোৎসব সম্পন্ন হবে। যার ফলে ব্যাঙ্কেও (Bank Holidays) ছুটি থাকবে। সামগ্রিকভাবে, আগামী সপ্তাহ জুড়ে ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে, দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকবে না। বরং, রাজ্য বিশেষে নির্দিষ্ট দিন ছুটি থাকবে। বর্তমান প্রতিবেদনে আমরা আগামী সপ্তাহে RBI কর্তৃক প্রকাশিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী কোন কোন দিন কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই প্রসঙ্গটি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।
কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays):
মূলত, ছটপুজোর জন্য আগামী ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার কলকাতা থেকে শুরু করে পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। এরপর, ২৮ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার, পাটনা এবং রাঁচিতেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে, বিহার এবং ঝাড়খণ্ডের রাজধানীতে ব্যাঙ্ক টানা ৪ দিন বন্ধ থাকবে। কারণ পূর্ববর্তী সপ্তাহান্তের ছুটির দিনও অন্তর্ভুক্ত থাকছে।

জানিয়ে রাখি যে, ছট পুজো হল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি উৎসব। যেটি বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তর প্রদেশ এবং নেপালে অত্যন্ত ভক্তির সঙ্গে পালিত হয়। এই উৎসবে ভক্তরা উপবাস পালন করেন এবং নদীতে স্নান করে উদীয়মান ও অস্তগামী সূর্যের কাছে প্রার্থনা করেন। চলতি বছর, এই উৎসবটি ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পালিত হবে। এমতাবস্থায়, এই উৎসবের আবহে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)।
আরও পড়ুন: ৭ ম্যাচ, ০ জয়! মহিলা বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ নকভি, বড় সিদ্ধান্ত নিল PCB
আর কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে: আগামী ৩১ অক্টোবর, শুক্রবার আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। ওই দিনটি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। তিনি স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং স্বাধীনতার পর প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: “কাঙাল” পাকিস্তান পাবে মোক্ষম ধাক্কা! ভারতের এই বিশেষ পদক্ষেপেই ঘুম উড়বে পড়শি দেশের
এছাড়াও, ১ নভেম্বর অর্থাৎ শনিবার, কন্নড় রাজ্যোৎসবের জন্য বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। যেটি মূলত কর্ণাটক রাজ্য গঠনের বার্ষিকী হিসেবে বিবেচিত হয়। ওই একই দিনে, উত্তরাখণ্ডে দীপাবলির ১১ দিন পরে পালিত হওয়া ইগাস বাগওয়াল উৎসবের জন্য দেরাদুনেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিশ্বাস করা হয় যে যখন ভগবান রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের খবর গাড়োয়ালে পৌঁছয়, তখন ভক্তরা তাঁদের বিলম্বিত দীপাবলি অর্থাৎ ইগাস বাগওয়াল উদযাপন করেন। তবে, ১ লা নভেম্বর দেশের বাকি অংশে ব্যাঙ্ক খোলা থাকবে। কারণ এটি প্রথম শনিবার। প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এদিকে, আগামী ২ নভেম্বর, রবিবার সাপ্তাহিক ছুটির কারণে দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকবে।













