১০-১৫ টি রাজ্যে চালু হবে SIR! তালিকায় থাকবে বাংলাও? সোমবার সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের

Published on:

Published on:

Will Election Commission of India declare the date of SIR?

বাংলাহান্ট ডেস্ক: সোমবারই এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission of India)? বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজ শুরুর জল্পনা ফের তুঙ্গে। মাসখানেক আগে ইঙ্গিত মিলেছিল যে নভেম্বরের শুরু থেকেই রাজ্যে শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান। এবার সেই জল্পনাকে আরও উস্কে দিল জাতীয় নির্বাচন কমিশনের নতুন ঘোষণা। রবিবার বিকেলে কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন নির্বাচন কমিশনের কর্তারা। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের নির্দিষ্ট সূচি।

SIR-এর দিনক্ষণ ঘোষণা নিয়ে ইঙ্গিত নির্বাচন কমিশনের (Election Commission of India)

দিল্লির নির্বাচন কমিশন এসআইআর- এর দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে শুরু হতে পারে এসআইআর। ২০২৬ সালে বাংলা, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনকে সামনে রেখেই ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে আরও দশটি রাজ্য। কমিশনের তরফে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন:দেওয়ালে মাথা ঠুকতেন সলমন! অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল সম্পর্ক, তাও কেন চুপ ছিলেন ঐশ্বর্য?

নির্বাচন কমিশনের এসআইআর- এর দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission of India) নিয়ম অনুযায়ী, এই ধরনের নিবিড় সংশোধনের আগে রাজ্য ও জেলা স্তরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করা বাধ্যতামূলক। তাই সম্ভাবনা রয়েছে, সোমবারই যদি কমিশন এসআইআর-এর সূচি ঘোষণা করে, তবে তার পরপরই সর্বদলীয় বৈঠকের তারিখও ঘোষণা করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হবে, তাঁরা যেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দ্রুত বৈঠক করেন। পাশাপাশি প্রতিটি জেলার জেলাশাসকদেরও এমন বৈঠক আয়োজন করতে হবে, যাতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোনও বিতর্ক বা অনিয়ম না ঘটে।

সূত্রের খবর, এই দুই স্তরের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবের বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে দিল্লিতে। কমিশনের এসআইআর- এর দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission of India) তরফে বিশেষ টিম তৈরি করা হচ্ছে, যারা প্রতিদিন সেই রিপোর্ট খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় নির্দেশ দেবে। একইসঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রযুক্তিগত সহায়তাও আরও জোরদার করা হচ্ছে।

Election Commission of India declare the date of SIR?

আরও পড়ুন:এখনও বজায় উৎসবের মরশুম! আগামী সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন ছুটির তালিকা

রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে— সোমবারের সাংবাদিক বৈঠক কি শুধুই ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি কমিশন এসআইআর- এর দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন (Election Commission of India) সরাসরি কাজ শুরু করার দিনক্ষণও জানিয়ে দেবে? বিশেষত, বাংলার মতো রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই সোমবারের বৈঠকের দিকে এখন তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল, প্রশাসন এবং সাধারণ মানুষ— সকলেই।