বাংলা হান্ট ডেস্ক: সাগরে শক্তি বাড়াচ্ছ ঘূর্ণিঝড় ‘মন্থা’। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূলে আছড়ে পড়বে মন্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update), ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর প্রভাবে ফের ভাসবে বাংলা। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম-বেশি। কলকাতা-সহ অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার পর্যন্ত মূলত উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত জেলায় জারি হয়েছে সতর্কতা। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। মোটামুটি শুষ্ক থাকবে আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবারে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।













