ভোটের আগে মাঠে নেমে ‘খেলার ডাক’ কেষ্টর, বীরভূমে ফের স্বমহিমায় অনুব্রত

Published on:

Published on:

Anubrata Mondal Back in Form Before Bengal Polls

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরতেই ফের ভোটের গন্ধে সরগরম বীরভূম। আর তার মাঝেই আবারও ফর্মে ফিরে এসেছেন তৃণমূলের জাঁদরেল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রবিবার সাঁইথিয়ার মাঠপলসা গ্রামে একটি ফুটবল টুর্নামেন্টে হাজির হয়ে আগের মতোই ‘খেলার ডাক’ দিয়ে ফেললেন তিনি।

খেলার মাঠ থেকেই নির্বাচনী বার্তা অনুব্রতর (Anubrata Mondal)

মাঠপলসার সেই খেলায় উপস্থিত জনতার সামনে অনুব্রত (Anubrata Mondal) বলেন, “৩৪ বছর ধরে এই সব খেলাধূলা বন্ধ হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আবার শুরু হয়েছে। ছাব্বিশে নির্বাচন, তার আগেই গোটা পশ্চিমবঙ্গজুড়ে খেলা হবে। আপনারা খেলবেন, আমরাও খেলব। হারব না, জিতব।” রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যে শুধু খেলাধুলার কথা নয়, বরং আসন্ন নির্বাচনের আগে ‘মাঠ গরম’ করার রাজনৈতিক বার্তাই দিলেন কেষ্ট।

উল্লেখ্য, দীর্ঘ জেল-জীবনের পর রাজনীতির মঞ্চ থেকে অনেকটাই সরে গিয়েছিলেন অনুব্রত (Anubrata Mondal)। বীরভূম জেলা সভাপতির পদ হারিয়ে যেন রাজনৈতিক ছায়ায় ঢেকে গিয়েছিল তাঁর নাম। তখন অনেকেই মনে করেছিলেন, তৃণমূলের রাজনীতিতে কেষ্টর অধ্যায় শেষ। কিন্তু বাস্তবে তা হয়নি। সেই সময়েই নিজের ‘ঘর গোছানোর’ কাজ চুপিচুপি সেরে ফেলেছিলেন তিনি।

বোলপুরের আইসি-কে কদর্য ভাষায় গালিগালাজ করে পরে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, কিংবা ২১ জুলাই ধর্মতলার তৃণমূল সমাবেশে তাঁর অনুপস্থিতি, সব মিলিয়ে কেষ্টকে (Anubrata Mondal) নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু সময় ঘুরে দাঁড়িয়েছে তাঁর পক্ষে। সম্প্রতি তাঁকে বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক পদে বসিয়েছে তৃণমূল। সেই সঙ্গে ফের রাজনীতির ময়দানে নিজের জায়গা পাকা করতে শুরু করেছেন কেষ্ট।

Anubrata Mondal Back in Form Before Bengal Polls

আরও পড়ুনঃ বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস, সৌদি থেকে ইমাম আনছেন হুমায়ুন কবীর

নতুন দায়িত্ব হাতে পেতেই আবারও সক্রিয় হয়ে উঠেছেন কেষ্ট (Anubrata Mondal)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেষ্টর এই ‘রাজ্যজুড়ে খেলার’ হুঙ্কার আসলে দলের কর্মীদের উজ্জীবিত রাখার কৌশল। এই কৌশলের মাধ্যমে নির্বাচনের আগে নিজের প্রভাব এবং উপস্থিতি টের পাইয়ে দিতে শুরু করেছেন অনুব্রত।