বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েকমাস বাকি রাজ্যে বিধানসভা নির্বাচনের। তার আগেই ভবানীপুর কেন্দ্র নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হিসেবেই পরিচিত ভবানীপুর। সেই আসনেই ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা। এবার এই কেন্দ্রকে নিয়ে অঙ্ক কষে আক্রমণে নেমেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রবিবার ভবানীপুরের ৭৪ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতা রাকেশ সিংহের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে উপস্থিত ছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে তিনি বলেন, “ভবানীপুরে বিজেপির যিনিই প্রার্থী হবেন, তিনিই জিতবেন।”
মমতার ‘আউটসাইডার’ মন্তব্যে তোপ দাগলেন শুভেন্দু (Suvendu Adhikari)
সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য তুলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কয়েকদিন আগে ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে মমতা বলেন, এলাকা ‘আউটসাইডার’ বা বহিরাগত দিয়ে ভরে দেওয়া হচ্ছে। পরে অবশ্য মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর বক্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে।
এই নিয়েই ক্ষোভ উগরে দেন শুভেন্দু (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, “রাজস্থান, পঞ্জাব, ঝাড়খণ্ড, গুজরাট, উত্তরপ্রদেশের লোককে বহিরাগত বলেছেন উনি। এটা কেউ বলতে পারে? এরা সবাই ভারতীয়। পরের দিন ঢোঁক গিলেছেন, বুঝেছেন গোলমাল হয়েছে। এই ভাগ করার রাজনীতি ওঁর রক্তে মিশে আছে।”
অঙ্ক কষে ভবানীপুরে বিজেপির জয়ের সম্ভাবনা দেখালেন শুভেন্দু
এরপরই ভবানীপুরে বিজেপির জয়ের সম্ভাবনা অঙ্ক কষে দেখান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “ম্যাপিংয়েই এক লক্ষ ২০ হাজার নাম বাদ গিয়েছে। SIR (বিশেষ নিবিড় সমীক্ষা) হলে কমপক্ষে ৫০ হাজার মৃত, ভুয়ো আর চেতলায় থাকা বাংলাদেশি ভোটারের নাম বাদ যাবে। ক্যানিং বা ফলতা থেকে ভবানীপুরে যাদের নাম, এবার আর উঠবে না। তারপর এই সিটে বিজেপি ৩০ হাজার লিড নিয়ে শুরু করবে।”
সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক ডেকেছে। শুভেন্দুর (Suvendu Adhikari) অনুমান, ওই বৈঠকেই হয়তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর ঘোষণা হবে। তিনি আরও বলেন, “এমনিতেই কয়েক লক্ষ পালিয়েছে। আবার এসআইআর হলে তো আরও ৮০ ভাগ পালাবে। কমিশন যদি ঘোষণা করে, বাংলাদেশি মুসলিমকে ধরলে ৫০০ টাকা দেওয়া হবে, তাহলে তো তৃণমূলই এই কাজ করে দেবে।”
বিজেপি কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “ওকে হারাবই। ভয় পাবেন না। মামলা করলে পাশে থাকব।” নন্দীগ্রাম জয় স্মরণ করে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে যেমন হারিয়েছিলাম, ভবানীপুরেও তেমনই হবে।” তবে ভবানীপুরে শুভেন্দু প্রার্থী হবেন কি না এই প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, “বিজেপিতে এভাবে হয় না, পার্টি ঠিক করবে কে প্রার্থী হবে।”

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “দম থাকলে শুভেন্দু নিজে দাঁড়ান ভবানীপুরে। অন্যকে প্রার্থী করে মই কেড়ে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আগেরবার ৫৬ হাজার ভোটে জিতেছিলেন। এবার শুভেন্দু বিপরীতে দাঁড়ালে দ্বিগুণ ভোটে জিতবেন মমতা।” ভবানীপুরের এই আসনকে কেন্দ্র করে ফের চরমে উঠেছে রাজনৈতিক তাপমাত্রা।













