বাংলা হান্ট ডেস্ক: পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশন চন্দননগর (Chandannagar) সংলগ্ন এলাকায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বাড়ানো হল বিশেষ ট্রেন সংখ্যা। জানা যায় হাওড়া ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও হাওড়া ও বর্ধমানের মধ্যে ১ জোড়া বিশেষ ট্রেন ২৮ থেকে ২ তারিখ পর্যন্ত এই ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে।
জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে চন্দননগর রুটে এক্সট্রা ট্রেনের ধুম (Chandannagar)
জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ব্যান্ডেল থেকে যে স্পেশাল ট্রেনগুলো হাওড়া থেকে ১৭:২০, ১৯:৫৫, ২০:৩৫, ২৩:৩০ এবং ০০:৩০ মিনিটে ছেড়ে যাবে এবং ব্যান্ডেল-হাওড়া স্পেশাল ট্রেনগুলি ২৮ থেকে ২তারিখ পর্যন্ত ব্যান্ডেল থেকে ১৮:৩৫, ২১:২০, ২১:৫৫, ০১:০০ এবং ০২:০০ মিনিটে ছাড়বে (Chandannagar)।

আরও পড়ুন: বাইরে খেতে যাওয়ার দরকার নেই! ঘরেই বানান মুর্গ মুসল্লম সামান্য কিছু উপকরণ দিয়ে, রেসিপি রইল
এছাড়াও হাওড়া বর্ধমান স্পেশাল ট্রেনটি, হাওড়া থেকে ছাড়বে ১:১৫ মিনিটে। ও ২৮ থেকে দু তারিখ পর্যন্ত বর্ধমান হাওড়া স্পেশাল বর্ধমান থেকে ছাড়বে ২২:৩০ মিনিটে। এছাড়াও একটি অতিরিক্ত হাওড়া ব্যান্ডেল হাওড়া থেকে বিসর্জনের দিন ছাড়বে ২:৩৫ মিনিটে।
পাশাপাশি,৩৬০৮৭ হাওড়া – মাসগ্রাম লোকাল (হাওড়া প্রস্থান ১৯:২৭ ঘন্টা) ২৮.১০.২০২৫ থেকে ০১.১১.২০২৫ পর্যন্ত বর্ধমান পর্যন্ত বাড়ানো হবে এবং আরেকটি বর্ধমান – হাওড়া স্পেশাল বর্ধমান থেকে রাত ১২:১০ মিনিটে ছেড়ে যাবে। ৩৬০৮৮ মাসগ্রাম – হাওড়া লোকাল পরিষেবা ২৮.১০.২০২৫ থেকে ০১.১১.২০২৫ পর্যন্ত বাতিল থাকবে।
এছাড়াও, ২৯ থেকে ২ তারিখ পর্যন্ত হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। আজিমগঞ্জ – হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে সমস্ত স্টেশনে এবং কাটোয়া থামবে হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং লিলুয়া স্টেশনে থামবে (Chandannagar)।













