৫ বছর পর ফের আকাশপথে জুড়ল ভারত-চিন! সাক্ষী রইল কলকাতা

Published on:

Published on:

After 5 years India-China Flight Service starts.

বাংলাহান্ট ডেস্ক: পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ফের আকাশপথে খুলল ভারত-চিনের (India-China Flight) দরজা। শনিবার রাত ১০টা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে উড়ে গেল ইন্ডিগোর একটি বিশেষ ফ্লাইট। এর মধ্য দিয়েই পুনরায় শুরু হল কলকাতা ও গুয়াংজুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা। ২০১৯ সালের পর এটাই প্রথমবার যখন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হল।

৫ বছর পর ফের আকাশ পথে জুড়ল ভারত-চিন (India-China Flight):

ভারত-চিন (India-China Flight) বিমান ছাড়ার আগে বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানও আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন এনএসসিবিআই বিমানবন্দরের ডিরেক্টর ড. পি. আর. বাউরিয়া, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন এক যাত্রী। সকলের মধ্যেই ছিল উৎসাহ ও আনন্দের পরিবেশ— কারণ প্রায় অর্ধ দশকের প্রতীক্ষার অবসান ঘটল এই ফ্লাইটের মাধ্যমেই।

আরও পড়ুন:কে হচ্ছেন দেশের ৫৩তম প্রধান বিচারপতি? গাভাইয়ের সুপারিশে কেন্দ্রের টেবিলে পৌঁছল নাম

চিনের ডেপুটি কনসাল জেনারেল কিন ইয়ং এই উপলক্ষে বলেন, “ভারত ও চিনের (India-China Flight) মধ্যে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। পাঁচ বছর পর সরাসরি বিমান চলাচল শুরু হওয়া নিঃসন্দেহে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক বড় উন্নতি। আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আলোচনার প্রথম বাস্তব ফলাফল।” তিনি আরও বলেন, “চিনের দৃষ্টিতে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমাদের দুই দেশের নেতারা বরাবরই সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়াকে অগ্রাধিকার দিয়েছেন।”

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড মহামারির সময় বন্ধ হয়ে গিয়েছিল ভারত-চিন বিমান (India-China Flight) পরিষেবা। এরপর গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হয়। তাই প্রায় পাঁচ বছর পর ফের এই সরাসরি বিমান চলাচলকে আন্তর্জাতিক মহল দেখছে সম্পর্ক স্বাভাবিক হওয়ার এক ইতিবাচক ইঙ্গিত হিসেবে। গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকেই এই বিমান চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ পেল শনিবারের এই উড়ান।

After 5 years India-China Flight Service starts.

আরও পড়ুন:“নিকটাত্মীয়” চিনে গিয়েছিলেন একাধিকবার! বেজিংয়ের ভারতীয় দূতাবাসে উন্মোচিত রবীন্দ্রনাথের মূর্তি

এদিকে, কলকাতা থেকে ফ্লাইট চালু হলেও নয়াদিল্লি থেকে চিনের (India-China Flight) সরাসরি বিমান পরিষেবা শুরু হবে আগামী ৯ নভেম্বর। ওই উড়ানটি চলবে দিল্লি ও সাংহাইয়ের মধ্যে। আপাতত ভারত থেকে সপ্তাহে তিনটি চিনগামী ফ্লাইট চালানোর অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ।

এই নতুন সংযোগের ফলে দুই দেশের ব্যবসা, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়বে বলেই আশা করছেন কূটনীতিকরা। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু আকাশপথ নয়— ভারত-চিন (India-China Flight) সম্পর্কের বরফ গলানোরও প্রতীক।