বাংলা হান্ট ডেস্ক: দেশের একাধিক জায়গায় ভক্তি ও উৎসাহের সঙ্গে পবিত্র ছট পুজো (Chhath Puja) সম্পন্ন হচ্ছে। সূর্য উপাসনা এবং ছটী মাইয়ার প্রতি ভক্তিতে পরিপূর্ণ এই উৎসব লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের প্রতীক। এই উৎসব কেবল সাধারণ মানুষই নয়, বরং দেশের অনেক নামীদামী ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রাও অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করেন। তাঁদের মধ্যে একজন হলেন তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তবে, এবার ছট পূজার (Chhath Puja) শুভক্ষণে বৈভব তাঁর বাড়িতে নেই। বরং, তিনি তাঁর পরিবার থেকে প্রায় ১,৭০০ কিলোমিটার দূরে গুজরাটের নাদিয়াদে রয়েছেন।
ছট পুজোয় (Chhath Puja) বাড়ি থেকে দূরে রয়েছেন বৈভব:
ছট পুজোতেও বৈভব সূর্যবংশী বাড়ি থেকে ১,৭০০ কিলোমিটার দূরে: আসলে, ২০২৫-২৬ রঞ্জি ট্রফির কারণে বৈভব সূর্যবংশী এই বছর ছট পুজোর (Chhath Puja) জন্য বাড়ি থেকে ১,৭০০ কিলোমিটার দূরে রয়েছেন। এই টুর্নামেন্টে তিনি বিহার ক্রিকেট দলের অংশ।

বৈভব নাদিয়াদের গোকুলভাই সোমাভাই প্যাটেল স্টেডিয়ামে মণিপুরের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলছেন। ওই ম্যাচে বৈভব সূর্যবংশী বিহারের সহ-অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন। বিহার দলের সহ-অধিনায়ক হিসেবে তিনি প্রথমবার মাঠে নেমেছেন। যা তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আরও পড়ুন: আগামীকাল থেকেই দ্বিতীয় দফার SIR! শুরু হবে বঙ্গেও, দেখে নিন তালিকা এবং শিডিউল
জানিয়ে রাখি যে, বিহার এবং মণিপুরের মধ্যে খেলাটি বৃষ্টির কারণে প্রভাবিত হয়েছিল। প্রথম ৩ দিনে মাত্র ১১৭ ওভার বোলিং হয়। যেখানে মণিপুর ৬ উইকেট হারিয়ে ৩৮৭ রান করে। বৈভব সূর্যবংশী ১ টি উইকেট নেন। বৈভব সূর্যবংশী ২ ওভার বল করে ৭ রান দেন। তিনি আল বাশিদ মুহাম্মদকে আউট করেন। মুহাম্মদ ৪৫ রান নিয়ে ভালো ফর্মে ছিলেন। কিন্তু বৈভব সূর্যবংশী তাঁর উইকেট নিতে সক্ষম হন।
আরও পড়ুন: তৎকাল ভিসার জন্য আবেদন বাবা-মা’র! ICU-তে রয়েছেন শ্রেয়স, বিবৃতি জারি করে কী জানাল BCCI?
বৈভব সূর্যবংশীর কাছ থেকে বড় ইনিংসের আশা: ২০২৫-২৬ রঞ্জি ট্রফি মরশুমে বৈভব সূর্যবংশীর শুরুটা খুব খারাপ ছিল। প্রথম রাউন্ডে ৫ বলে মাত্র ১৪ রান করে আউট হন তিনি। এমন পরিস্থিতিতে, ক্রিকেট অনুরাগীরা তাঁর কাছ থেকে একটি শক্তিশালী প্রত্যাবর্তন আশা করছেন।













