বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শেষের দিকে। একই সঙ্গে শেষের পথে ইলিশের (Hilsa Fish) মরশুমও। এবার প্রথম থেকেই রূপোলি শষ্যের দাম ছিল বেশ চড়া। ফলত ভোজনরসিকদের মুখ ব্যাজার হয়েছে। কিন্তু সম্প্রতি নিষেধাজ্ঞা উঠতেই ইলিশের জোয়ার এসেছে বাজারে। প্রত্যাশা মতোই জালে উঠছে ছোট, মাঝারি থেকে বড় আকারের ইলিশ (Hilsa Fish)। তবে এগুলি বেশিরভাগই ডিমভরা ইলিশ বলে জানা যাচ্ছে।
বাজারে ভর্তি হয়ে গিয়েছে ইলিশ (Hilsa Fish)
বাংলাদেশের মেঘনা এবং পদ্মা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠেছে গত শনিবার রাত বারোটায়। তারপর থেকেই নদীগুলিতে শুরু হয়েছে মাছ ধরা। রবিবার থেকেই বাজারে আসতে শুরু করেছে ইলিশ (Hilsa Fish)। রবি এবং সোমবার মতলব দক্ষিণ উপজেলা সদর, নারায়ণপুর, মুন্সীর হাট থেকে মতলব উত্তর উপজেলার ছেংগারচর, সুজাতপুর এবং আমিরাবাদ বাজারে প্রচুর পরিমাণে এসেছে রূপোলি শষ্য। জানা যাচ্ছে, যাদের ক্ষমতা আছে তারা বড় আকারের ইলিশ কিনছেন। তবে ছোট ‘টেম্পু ইলিশ’ (Hilsa Fish) এরই চাহিদা বেশি বলে জানা যাচ্ছে।

হু হু করে কমছে দাম: বাজার সূত্রে খবর, নিষেধাজ্ঞা উঠতে ভালো পরিমাণে ইলিশ (Hilsa Fish) আসতে শুরু করেছে। প্রায় ২০ মণ মতো ইলিশ এসেছে বাজারে। জানা যাচ্ছে, ছোট এবং মাঝারি আকারের মাছ বেশি রয়েছে এর মধ্যে, যার মধ্যে বেশিরভাগই ডিমওয়ালা। ইলিশের (Hilsa Fish) কেজি প্রতি দামও তাই কমেছে ৩০০-৫০০ বাংলাদেশি টাকা।
আরও পড়ুন : দীপাবলির পর বাড়ল নম্বর, TRP তালিকায় চমক জগদ্ধাত্রী-ফুলকির, কোথায় জায়গা হল পরিণীতার?
কত টাকায় বিক্রি হচ্ছে ইলিশ: বাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বড় আকারের ইলিশের (Hilsa Fish) কেজি প্রতি দাম রয়েছে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ বাংলাদেশি টাকা। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজি প্রতি ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায় এবং মাত্র ৩৫০-৬০০ টাকায় বিকোচ্ছে ছোট আকারের ইলিশ (Hilsa Fish)।
আরও পড়ুন :সম্পূর্ণ বিনা তেলে মাংস রান্না! এই পদ্ধতিতে রাঁধলে হবে সুস্বাদু আবার পুষ্টিকরও
যদিও ডিম ওয়ালা ইলিশ ধরা পড়ায় চিন্তা প্রকাশ করেছেন কয়েকজন ক্রেতা এবং স্থানীয় বাসিন্দারা। ডিমভরা ইলিশ জালে ওঠায় মাছের উৎপাদনে প্রভাব পড়তে পারে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, বাজার থেকে ডিমওয়ালা ইলিশ সংগ্রহ করতে লোক পাঠানো হয়েছে মৎস্য বিভাগের তরফে।













