বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) এমন কিছু স্টক থাকে যেগুলি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। শুধু তাই নয়, ওই স্টকগুলিতে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই এক লাভজনক স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, আজ আমরা জানাবো A-1 লিমিটেডের স্টকের প্রসঙ্গে। এই সংস্থার স্টক সোমবার ২০ শতাংশের বৃদ্ধি ঘটেছে। শুধু তাই নয়, এই স্টকের দাম ৫২ সপ্তাহের উচ্চতর পর্যায়ে পৌঁছে ১,২৬৩.৭০ টাকায় দাঁড়িয়েছে।
একদিনেই স্টকে (Share Market) ২০ শতাংশ বৃদ্ধি:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কোম্পানি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেটও সামনে এসেছে। A-1 লিমিটেড ঘোষণা করেছে যে, তারা তাদের ব্যবসা কেমিক্যাল থেকে ক্লিন মবিলিটির দিকে স্থানান্তরিত করছে। এই জন্য সংস্থাটি একটি কৌশলগত বিনিয়োগও করছে। বলে জানা গিয়েছে। সোমবার BSE-তে A-1 লিমিটেডের স্টকের (Share Market) দাম ১০৬৯.৯০ টাকায় খোলে। দিনের শেষে, শেয়ারটি ২০ শতাংশ বেড়ে ১২৬৩.৭০ টাকায় পৌঁছে যায়। যেটি এটি কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর হিসেবে বিবেচিত হচ্ছে।

এই কোম্পানিতে অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে: জানিয়ে রাখি যে, সোমবার A-1 লিমিটেডের বোর্ড মিটিং সম্পন্ন হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে A-1 সুরেজা ইন্ডাস্ট্রিজে অংশীদারিত্ব ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫১ শতাংশ করা হবে। এই সংস্থাটি ব্যাটারি চালিত টু-হুইলার্স তৈরি করে। অর্থাৎ, A-1 লিমিটেড আগামী সময়ে তাদের অংশীদারিত্বে ৬ শতাংশের বৃদ্ধি করবে।
আরও পড়ুন: ছট পুজোর দিন বাড়ি থেকে ১,৭০০ কিমি দূরে বৈভব সূর্যবংশী! কোথায় রয়েছেন তারকা ব্যাটার?
৬ মাসে বিনিয়োগ দ্বিগুণ: উল্লেখ্য যে, A-1 লিমিটেডের শেয়ারের দাম ১ মাসে ৩৬ শতাংশ বেড়েছে। এদিকে, এই মাল্টিব্যাগার স্টকটি ৩ মাসে বিনিয়োগকারীদের ৯৪ শতাংশ রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, ৬ মাস ধরে A-1 লিমিটেডের স্টক হোল্ড করা পজিশনাল বিনিয়োগকারীরা ইতিমধ্যেই ১৪২ শতাংশ লাভ পেয়েছেন। শুধুমাত্র ২০২৫ সালেই কোম্পানির স্টকের দাম ২১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, A-1 লিমিটেডের স্টকের (Share Market) দাম ৩ বছরে ৩১৯ শতাংশ এবং ৫ বছরে ২১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: আগামীকাল থেকেই দ্বিতীয় দফার SIR! শুরু হবে বঙ্গেও, দেখে নিন তালিকা এবং শিডিউল
কোম্পানিটি ধারাবাহিকভাবে ডিভিডেন্ড প্রদান করে আসছে: A-1 লিমিটেড নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করেছে। কোম্পানিটি সর্বশেষ এই বছরের সেপ্টেম্বরে ডিভিডেন্ড প্রদান করেছিল। সেই সময়ে কোম্পানিটি প্রতি শেয়ারে ১.৫০ টাকার ডিভিডেন্ড বিতরণ করে। ২০২২ সাল থেকে, কোম্পানিটি প্রতি শেয়ারে ১.৫০ টাকার ডিভিডেন্ড প্রদান করছে।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।













