SIR নিয়ে কোনও প্রশিক্ষণই নেই নতুন আধিকারিকদের! রাজ্যের ‘চালে’ মাথায় হাত নির্বাচন কমিশনের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সোমবারই বাংলা সহ দেশজুড়ে এসআইআর (SIR) বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছিল। তার আগেই বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সোমবার সকালেই জেলাশাসক থেকে বিডিও স্তর পর্যন্ত বড়সড় রদবদল ঘটানো হয়েছে সরকারের তরফে। আর এর জেরেই চিন্তায় পড়েছে নির্বাচন কমিশন। কারণ নতুন দায়িত্বপ্রাপ্ত অধিকাংশ আধিকারিকেরই এসআইআর নিয়ে কোনও প্রশিক্ষণ নেই বলেই খবর।

এসআইআর (SIR) বিজ্ঞপ্তি জারির আগেই বড় পদক্ষেপ রাজ্যের

রবিবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করা হবে। তারপরেই খবর ছড়ায়, সপ্তাহের প্রথম দিনই রাজ্য সহ গোটা দেশে জারি হতে চলেছে এসআইআর (SIR) এর বিজ্ঞপ্তি। উল্লেখ্য, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল, এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে রাজ্য সরকার আর কোনোরকম বদল করতে পারবে না। তবে যদি খুবই দরকার পড়ে সেক্ষেত্রে কমিশনের অনুমতি নিয়ে রদবদল করা যেতে পারে।

Election commission is tensed for upcoming SIR

বড় রদবদল রাজ্যের: এরপরেই বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই এহেন পদক্ষেপ রাজ্য সরকারের। মহকুমা শাসক, জেলা শাসক, বিডিও স্তরেও বিরাট পরিবর্তন করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন দায়িত্ব নিয়ে যারা আসছেন তাদের অধিকাংশেরই নাকি এসআইআর (SIR) নিয়ে কোনোরকম প্রশিক্ষণ নেই। আর তার জেরেই বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন : সম্পূর্ণ বিনা তেলে মাংস রান্না! এই পদ্ধতিতে রাঁধলে হবে সুস্বাদু আবার পুষ্টিকরও

কী চিন্তা কমিশনের: নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করার সময়েই জানিয়েছিল, মঙ্গলবার থেকে বিএলও থেকে শুরু করে আসন্ন এসআইআর (SIR) এর কাজের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকদের চূড়ান্ত প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। সেখানে এই নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আবারও নতুন করে প্রশিক্ষণ দেওয়া শুধুই যে একটা বড় সমস্যার কাজ তাই নয়, দীর্ঘ সময়সাপেক্ষও বটে।

আরও পড়ুন : পেটে ডিম ভরপুর, মোটে ২৫০ টাকায় বিকোচ্ছে ইলিশ! শীতের আগে বাজার ছেয়েছে রূপোলি শষ্যে

নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া যথেষ্ট সমস্যার কাজ। এবার নতুন আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ কবে মেটে, কবে এসআইআর এর কাজ শুরু হয় সেটাই দেখার অপেক্ষা।