টিকিট বুকিংয়ে নতুন আপডেট, বন্দে ভারতে চড়তে গেলে এবার গুনতে হবে অতিরিক্ত টাকা! ক্ষুব্ধ যাত্রীরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দ্রুত গতির ট্রেন হিসেবে বন্দে ভারতের (Vande Bharat) জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন রুটে চালু হয়েছে বন্দে ভারত। সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ অত্যন্ত কম সময়ে পৌঁছে দেওয়ার জন্যই জনপ্রিয়তা বাড়ছে এই ট্রেনের। কিন্তু এবার বন্দে ভারতের (Vande Bharat) বিরুদ্ধেই ক্ষোভের সঞ্চার হল যাত্রীদের মধ্যে। খরচ আরও বাড়ছে বন্দে ভারতে।

বন্দে ভারতের (Vande Bharat) টিকিট বুকিং নিয়ে ক্ষোভ যাত্রীদের

পূর্বরেলের নতুন পদক্ষেপে রীতিমতো ক্ষুব্ধ যাত্রীদের একটা বড় অংশ। এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat) বাধ্যতামূলক করা হয়েছে লাঞ্চ এবং ডিনার। আগে থাকা ‘নো ফুড’ অপশনটি তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্মার্টফোনের অ্যাপ থেকে টিকিট বুক করলে ওই অপশনটি পাওয়া যাচ্ছে না।

Vande bharat express ticket booking price reportedly increased

কী অভিযোগ যাত্রীদের: উল্লেখ্য, রেলের অ্যাপে টিকিট বুকিং ব্যবস্থায় এসেছে নতুন আপডেট। এতদিন অ্যাপ এবং আইআরসিটিসি ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে গেলে তিনটি অপশন দেওয়া হত যাত্রীদের। লাঞ্চ এবং ডিনারের জন্য ভেজ এবং ননভেজ খাবারের পাশাপাশি ‘নো ফুড’ অপশনটিও বেছে নিতে পারতেন।

আরও পড়ুন : পেটে ডিম ভরপুর, মোটে ২৫০ টাকায় বিকোচ্ছে ইলিশ! শীতের আগে বাজার ছেয়েছে রূপোলি শষ্যে

দিতে হচ্ছে বাড়তি ভাড়া: যাত্রীদের অভিযোগ, অ্যাপ থেকে টিকিট কাটলে এখন সেই অপশনটি আর পাওয়া যাচ্ছে না। ফলত বাধ্য হয়েই খাবার নিতে হচ্ছে যাত্রীদের। যার জেরে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। রেল সূত্রে (Vande Bharat) খবর, আগে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত নো ফুড যাত্রীদের ক্ষেত্রে ভাড়া বাবদ দিতে হত ৬১০ টাকা। আর খাবার নিলে তা হত ৯১০ টাকা। এখন খাবার বাধ্যতামূলক হওয়ায় অতিরিক্ত ৩০০ টাকা দিতে হচ্ছে যাত্রীদের।

আরও পড়ুন: SIR নিয়ে কোনও প্রশিক্ষণই নেই নতুন আধিকারিকদের! রাজ্যের ‘চালে’ মাথায় হাত নির্বাচন কমিশনের

যদিও রেল সূত্রে জানানো হয়েছে, আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করলে নো ফুড অপশনটি পাওয়া যাচ্ছে। তবে শুধু বন্দে ভারত নয়, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতেও টিকিট কাটতে গেলে এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।