ফের উত্তপ্ত পাকিস্তান-আফগান সীমান্ত! সংঘর্ষে নিহত ৫ পাক সেনা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক:  তুরস্কে আফগানিস্তান ও পাকিস্তানের (Afghanistan-Pakistan) মধ্যে শান্তি আলোচনা চলার মাঝেই ফের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হল দুই দেশের সীমান্ত। রবিবার ইসলামাবাদের সেনাবাহিনী জানায়, আফগান সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচজন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। সেনা সূত্রে খবর, গত শুক্রবার ও শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী দুর্গম কুর্রাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল জঙ্গিরা, সেই সময় পালটা অভিযানে ২৫ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগান মাটি থেকে এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা আসলে সন্ত্রাস দমনে আফগানিস্তানের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

ফের উত্তপ্ত আফগানিস্তান-পাকিস্তান (Afghanistan-Pakistan) সীমান্ত

অন্যদিকে তালিবান সরকারের মুখপাত্র ও আফগান (Afghanistan-Pakistan) প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তে সংঘর্ষ নতুন কিছু নয়, তবে এবারের ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন তুরস্কে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় বসেছে পাকিস্তান ও আফগানিস্তান। এক সপ্তাহব্যাপী সংঘর্ষের পর রবিবারই শেষ হয়েছিল ডুরান্ড লাইনের যুদ্ধ, সেই শান্তির প্রক্রিয়া দীর্ঘস্থায়ী হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে নতুন এই রক্তপাতের পর।

আরও পড়ুন: মোটা বেতনের চাকরি ছেড়ে ঝোঁকেন UPSC-র দিকে! পঞ্চমবারে সফল হয়ে IAS হলেন আদিত্য

এর মধ্যেই আফগানিস্তানকে (Afghanistan-Pakistan) কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। তুরস্কে আলোচনার সময় তিনি বলেন, “যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, পাকিস্তানের কাছে আর কোনও রাস্তা থাকবে না। আমরা সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে বাধ্য হব।” তাঁর এই মন্তব্যেই স্পষ্ট, দুই দেশের মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অটুট।

সম্প্রতি পাকিস্তান (Afghanistan-Pakistan) কাবুলে বিমান হামলা চালানোর পর থেকেই সম্পর্কের অবনতি শুরু হয়। সেই হামলায় বহু মানুষের মৃত্যু হয়, যার মধ্যে তিনজন আফগান ক্রিকেটারও ছিলেন। তারপর থেকে দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা বেড়ে চলেছে। টানা সংঘর্ষের পর কিছুদিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে দোহায় শান্তি আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথাও জানানো হয়। কিন্তু তার আগেই পাকিস্তান ফের হামলা চালায় আফগান মাটিতে।

Afghanistan-Pakistan border heated up again.

আরও পড়ুন: ৫ বছরে ২,১৩৪ শতাংশের রিটার্ন! এই মাল্টিব্যাগার শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা

পাকিস্তানের (Afghanistan-Pakistan) সামরিক অভিযানে অন্তত আটজন নিহত হন, যার মধ্যে তিনজন আফগান ক্রিকেটারও ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। সংঘর্ষবিরতির পর ফের রক্তপাত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে। তুরস্কে চলমান আলোচনায় কোনও সমঝোতা গড়ে উঠতে পারে কি না, তা নিয়েই এখন নজর গোটা বিশ্বের।