বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী ঘোষণা করেছিল প্রত্যেকটি রেল যাত্রী (Indian Railway) কনফার্ম টিকিট পাবেন। কিন্তু সাধারণ মেল ও এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে ওয়েটিং লিস্ট শুনলেন আনার প্রক্রিয়া আপাতত শূন্যতেই রয়ে গিয়েছে। পরিবর্তে ক্রমশ দীর্ঘ হচ্ছে লিস্টের তালিকা।
আপগ্রেডেশনে রেলের ওয়েটিং লিস্টের ঝক্কি কমবে (Indian Railway)
যদিও এখন পিক সিজন। এই সময় বহু মানুষের ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে এই সময় টিকেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানাচ্ছেন একাধিক যাত্রী। এই পিক সিজনে টিকিট পাওয়া যাচ্ছে না বলে অটো আপগ্রেডেশন পদ্ধতিকে হাতিয়ার করেছে রেল মন্ত্রক।
অর্থাৎ ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার টিকিটধধারীরা এই পদ্ধতিতে এক ধাপ অপেক্ষাকৃত উঁচু শ্রেণীতে আপগ্রেড হয়ে যাবে। এর ফলের ট্রেনে নিশ্চিত টিকিট পাবেন অপেক্ষমান রেল যাত্রীরা। এছাড়া এই আপগ্ৰেডেশন এর জন্য সংশ্লিষ্ট যাত্রীকে কোন বাড়তি মূল্য দিতে হবে না।

আরও পড়ুন: মিষ্টি না খেলেও বাড়তে পারে সুগার, দায়ী এই ৫ সাধারণ খাবার, পুষ্টিবিদদের মতামত
শুধু মাত্র একটি শর্ত রয়েছে শর্ত একটাই। তা হল, টিকিট বুকিংয়ের সময় সংশ্লিষ্ট রেল যাত্রীকে ‘অটো আপগ্রেডেশন’ পদ্ধতিতে সম্মতি জানাতে হয়। একটি আরটিআইয়ের জবাবে দেখা যাচ্ছে, বিগত চারটি আর্থিক বছরে এভাবে ১ কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার ৭৯ জন যাত্রীর ‘অটো-আপগ্রেডেশন’ করেছে রেল। এরফলে অবশ্য সমস্যার স্থায়ী সুরাহার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
প্রসঙ্গত, বর্তমানে দূরপাল্লার মেল,এক্সপ্রেস ট্রেনে সংরক্ষিত শ্রেণিতে সর্বোচ্চ দু’মাস আগে টিকিট বুকিং করতে পারেন যাত্রীরা। সেইমতো কোনও যাত্রী যদি আগামী ২৪ ডিসেম্বর দার্জিলিং মেলে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ যেতে চান, তাহলে ২৫ অক্টোবর থেকে তাঁর ‘বুকিং উইন্ডো’ খুলবে। দেখা যাচ্ছে, ২৫ অক্টোবর সকাল ৮টা ২ মিনিটে একজন যাত্রী যখন দার্জিলিং মেলের স্লিপার ক্লাসে তিনটি টিকিট বুকিং করছেন, তখন তাঁর ওয়েটিং লিস্ট দাঁড়াচ্ছে যথাক্রমে ২০৫. ২০৬ এবং ২০৭য়ে। থার্ড এসি থেকে সেকেন্ড এসি। সেকেন্ড এসি থেকে ফার্স্ট এসি। স্লিপার থেকে থার্ড এসি কিংবা থার্ড ইকনমি (Indian Railway)।













