আজই মোক্ষম সুযোগ! মঙ্গলবার সোনা-রুপো কিনতে কত খরচ পড়বে? আজকের রেট

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরসুমে সোনার দাম হু হু করে বাড়লেও গত কয়েকদিনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত, সাধারণ মানুষ। টানা উর্দ্ধমুখী থাকার পর সস্তা হল হলুদ ধাতু। সাধারণ মানুষের পকেটে স্বস্তি বাড়ল, আর ফের একবার কমল সোনার দাম। বিয়ের মরসুমের আগেই সোনার দামে পতন। আজ ১ গ্রাম হলুদ ধাতু কিনতে কত টাকা খরচ হবে? (Gold Price) দেখে নিন হিসেব।

মঙ্গলে কমল সোনার দাম | Gold Price

মঙ্গলবার ২৮ অক্টোবর সোনার দাম বেশ খানিকটা কমেছে। এদিন ২২ ও ২৪ ক্যারাট সোনার দামহ্রাস পেয়েছে। আজ, ২৮ অক্টোবর ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৭০০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৭০০০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম ১০০০ টাকা কমেছে। প্রতি গ্রাম সোনা কিনতে আজ এক হাজার টাকা কম খরচ হবে।

একইভাবে ২৪ ক্যারাট সোনার দামও কমেছে এদিন। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১২৩০৫ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১২৩০৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ১১০০ টাকা। মঙ্গলবার এদিন ২৪ ক্যারাট সোনার ১০০ গ্রামের দাম রয়েছে ১২৩০৫০০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। এদিনও দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ টাকার উপরে। যা মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। তবে এদিনও একধাক্কায় কমেছে হলুদ ধাতুর দর।

Gold Price

আরও পড়ুন: প্রাথমিক TET মামলায় ঘুরে গেল মোড়! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, রিপোর্ট তলব

মঙ্গলবার ২৮ অক্টোবর সোনার পাশাপাশি এদিন রুপোর দামও কিছুটা কমেছে। ১০০ গ্রাম রুপো ₹১৪৮৮০। এদিন ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৮৮০০ টাকা।