৬০ পেরোলেই মিলবে বাড়তি টকটাইম ও ডেটা, BSNL-এর বিশেষ উপহার

Published on:

Published on:

BSNL brings new special offer to bring smiles to the faces of those above 60

বাংলা হান্ট ডেস্ক: এবার ষাট ঊর্ধ্ব বয়স্ক মানুষজনের জন্য বিএসএনএল (BSNL) নিয়ে এল উৎসবের মরসুমে দুর্দান্ত অফার। গ্রাহকদের প্রান্তে ফোরজি পরিষেবায় বিশেষ ছাড়ের কথা ঘোষণা করছে রাষ্ট্রয়ক টেলিকম সংস্থা। সিনিয়র সিটিজেন অর থার্ড ৬০ বছরের ঊর্ধ্ব বয়স্ক নাগরিকদের জন্য থাকছে স্পেশাল প্ল্যান। আর এইটির নাম দিয়েছে BSNL Samman Plan। এই প্ল্যানট এর বিষয়ে বিশদে জেনে নিন।

ষাটোর্ধ্বদের মুখে হাসি ফোটাতে BSNL আনল নতুন স্পেশাল অফার (BSNL)

সিনিয়র সিটিজেন বিএসএনএল (BSNL) প্ল্যানে কি কি থাকছে জেনে নিন এক নজরে।

১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি থাকছে এই প্ল্যানে

২) ১ বছরের জন্য দিতে হবে ১৮১২ টাকা

৩) প্রতিদিন ২ জিবি ডেটা মিলবে

BSNL brings new special offer to bring smiles to the faces of those above 60

আরও পড়ুন: আন্তর্জাতিক অস্থিরতায় দুলছে সোনার বাজার, আগামী দিনে কত বাড়বে দাম? জানুন

৪) প্রতিদিন ১০০টি ফ্রি টেক্সট মেসেজ করা যাবে

৫) আনলিমিটেড কলিং করা যাবে

৬) এই প্ল্যানে সিম কার্ডটিও ফ্রি

৭) ষাট বছরের ঊর্ধ্বের গ্রাহকদের ৬ মাসের BiTV সাবস্ক্রিপশনও মিলবে

৮) ১৮ নভেম্বর পর্যন্ত এই প্ল্যানের সুবিধা মিলবে

একই সঙ্গে নতুন গ্রাহকদের জন্য মাত্র এক টাকায় 4G প্ল্যান এর সুবিধা দিচ্ছে বিএসএনএল। এর পাশাপাশি এক মাসের জন্য দিচ্ছে বিনামূল্যের পরিষেবা পাওয়ার সুযোগ। তাছাড়া নতুন কোন গ্রাহক যদি বি এস এন এল এর সংযোগ নেন তাহলে ৩০ দিনের বেলারিটি পিরিয়ড থাকবে।

এর পাশাপাশি থাকবে প্রতিদিন ২ জিবি 4G ডাটা। তাছাড়া প্রতিদিন পাবে ১০০টি করে এসএমএস। এছাড়া সিম কার্ড অ্যাক্টিভেশন করার জন্য কোন টাকা দিতে হবে না। আর এই প্ল্যানটি কেনা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত (BSNL)।