৫ মের মধ্যে না হলে রাষ্ট্রপতি শাসন! SIR শুরুর দিনেই বিস্ফোরক বার্তা শুভেন্দুর, আর কী বললেন?

Published on:

Published on:

Suvendu Adhikari Hints at President Rule in Bengal Amid SIR Process

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ঘোষণা হওয়ার পর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে গরম হাওয়া বইছে। এর মধ্যেই ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনা উসকে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্পষ্ট করেছে, ভোট হবে শুধুমাত্র নির্ভুল ভোটার তালিকা তৈরি হলে। সোমবার কমিশনের সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারও বলেন, “ভোটার তালিকা তৈরি না হলে ভোট অসম্ভব।” তার ঠিক পরদিনই শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “৫ মের মধ্যে সরকার গঠন না হলে, রাষ্ট্রপতি শাসন জারি হবে। সেই ক্ষমতা কমিশনের আছে।”

নন্দকুমার থেকে হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “কমিশনের কাজ সময়মতো ভোটার তালিকা তৈরি করা। কোনও বাধা এলে কমিশন উপযুক্ত পদক্ষেপ নেবে। বিএলও ও বিএলও-২ দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনের। কিন্তু রাজ্যের সক্রিয়তা আমাদের থেকেও বেশি। ৭ ফেব্রুয়ারির মধ্যে সূচি তৈরি হয়ে যাওয়া উচিত। তা না হলে বাংলায় রাষ্ট্রপতি শাসন অনিবার্য।”

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার শুভেন্দু (Suvendu Adhikari) রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করেছেন। SIR প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত আবহে তিনি আগেই বলেছিলেন, “SIR করতে না দিলে রাষ্ট্রপতি শাসন জারি হবে।” এমনকি আরও আগে মন্তব্য করে বলে যে, “ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বের হয়, তাহলে রাজ্যপালের হাতে রাজ্য চলে যাবে।”

শুভেন্দুর এই নতুন মন্তব্য ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষত যখন রাজ্যপালও দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিয়েছিলেন, তখন বিরোধী নেতার (Suvendu Adhikari) মুখে ফের একই বার্তা নতুন মাত্রা যোগ করেছে।

Suvendu Adhikari Hints at President Rule in Bengal Amid SIR Process

আরও পড়ুনঃ প্রায় ৪০০০ স্কুলে ভর্তি সংখ্যা ০, কেন্দ্রের রিপোর্টে শীর্ষে বাংলা, ব্রাত্য বসু বললেন…

অন্যদিকে, শুভেন্দুর (Suvendu Adhikari) এই বক্তব্যে তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “উনি তো প্রথম দিন থেকেই একই কথা বলে আসছেন। বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখেন, কিন্তু জনগণের ভোটে নয়। তাই চক্রান্ত করে, অন্য পথে রাজ্যে দখল নিতে চান।”