বাংলা হান্ট ডেস্ক: অপরাধী হয়ে কোনো মানুষ জন্মগ্রহণ করেন না। তবে যে সমাজে মানুষ জন্মগ্রহণ করে অনেকসময়ে সেই সমাজের পরিবেশ-পরিস্থিতি মানুষকে অপরাধী বানায়। এদিকে, অধিকাংশ ক্ষেত্রে আবার দারিদ্র অথবা বেকারত্বের অসহ্য জ্বালা মানুষকে অপরাধী করে তোলে। গোটা দুনিয়াতেই সর্বকালে সর্বদেশে এটি সত্য। বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, পৃথিবীর (World) বিভিন্ন দেশে যে অপরাধগুলি (Crime) সংঘটিত হচ্ছে, সেইসব অপরাধ ঘটাচ্ছে যারা তাদের বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে রয়েছে। তরুণ বয়সে অথবা যৌবনের প্রারম্ভে অপরাধী বনে যাওয়া যে সারা জীবনের পক্ষে দুর্ভাগ্যজনক, একথা বলার অপেক্ষা রাখে না।
এদিকে, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধ সংঘটিত হয় ভেনেজুয়েলায়। ক্রাইম ইনডেক্স্ অনুসারে, ভেনেজুয়েলায় অপরাধের হার ৮৩.৭৬ শতাংশ। ইতিমধ্যেই মার্কিন মুলুক থেকে যে সমস্ত পর্যটক মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় বেড়াতে যাচ্ছেন তাঁদের সতর্ক করে নির্দেশিকা জারি করা হয়েছে। ভেনেজুয়েলায় সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অপরাধ সংঘটিত হওয়ার কারণ সরকারি দুর্নীতি এবং বিচারব্যবস্থায় সর্ষের মধ্যে ভূত থাকা। ফলে অহরহ ঘটে চলেছে অপরাধ।
ভেনেজুয়েলার পরে যে যে দেশগুলিতে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় তার মধ্যে রয়েছে পাপুয়া নিউগিনি, আফগানিস্তান, হাইতি, দক্ষিণ আফ্রিকা, হন্ডুরাস, ত্রিনিদাদ ও টোবাগো এবং সিরিয়া। এমতাবস্থায়, ঠিক কোন হারে ভেনেজুয়েলার বাইরে অন্য দেশগুলিতে অপরাধ সংঘটিত হয়, তা একনজরে দেখে নেওয়া যাক। ক্রাইম ইনডেক্স অনুসারে, পাপুয়া নিউগিনি সারা বিশ্বের মধ্যে অপরাধের হারে দ্বিতীয় স্থানাধিকারী। সেখানে এই হার হল ৮০ শতাংশ।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! ফের অগ্নিকান্ড এক্সপ্রেস ট্রেনে, চরম আতঙ্কে যাত্রীরা
এছাড়া আফগানিস্তান ও হাইতিতে ৭৮ শতাংশের বেশি এবং দক্ষিণ আফ্রিকায় ৭৫ শতাংশের বেশি, হন্ডুরাসে ৭৪ শতাংশের বেশি, ত্রিনিদাদ ও টোবাগোয় ৭০ শতাংশ আর সিরিয়ায় ৬৯ শতাংশের বেশি অপরাধ সংঘটিত হয়। পাপুয়া নিউগিনিতে মাদক এবং মানবপাচার সবচেয়ে বেশি হয়। আফগানিস্তানে মাদক পাচার, খুন, অপহরণ অথবা মানবপাচারের মতো অপরাধ সবচেয়ে বেশি সংঘটিত হয়। এদিকে, হন্ডুরাসে দৈনিক ২০ টি করে খুন হচ্ছে। পাশাপাশি, হন্ডুরাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণ মাদক পাচার হচ্ছে।
আরও পড়ুন: কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! Paytm থেকে চাকরি ছেড়ে ১০,০০০ কোটির কোম্পানি গড়লেন কর্মচারীরা
ক্রাইম ইনডেক্স অনুসারে, ত্রিনিদাদ ও টোবাগোয় ব্যাপক হারে মাদক পাচারের অপরাধ সংঘটিত হয়। এছাড়া পকেটমারি, হেনস্থা, চুরি ও প্রতারণার ঘটনা ঘটে চলেছে। এদিকে, আমরা যদি এই পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে ভারতের দিকে তাকাই সেক্ষেত্রে রিপোর্ট অনুসারে, প্রতি ১ লক্ষ নাগরিকের নিরিখে ৪৪৫.৯ টি অপরাধ সংঘটিত হয়েছে। ভারতের যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি হারে অপরাধ সংঘটিত হয়, সেগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, কেরল, মহারাষ্ট্র, দিল্লি এবং বিহার। সূত্রের খবর অনুযায়ী, ভারতের শহরাঞ্চলে গ্রামীণ এলাকার তুলনায় সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়। উল্লেখ্য যে, ভারতে ২০২৪ সালে ২০২৩ সালের তুলনায় এখনও পর্যন্ত ০.৫৬ শতাংশ কম অপরাধ সংঘটিত হয়েছে।