চোখ রাঙাচ্ছে ‘মন্থা’, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তড়িঘড়ি বদল একগুচ্ছ ট্রেনের টাইম টেবিল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড়। ‘মন্থা’র আগমনের আশঙ্কায় প্রহর গুনছে মানুষ। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যাতেই অন্ধ্র উপকূলে ল্যান্ডফল শুরু হওয়ার কথা মন্থা’র। এ রাজ্যে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে বলে জানান আবহাওয়াবিদরা। এদিকে সতর্ক থাকতে আগেই বেশ কিছু দূরপাল্লার ট্রেনের (Indian Railways) টাইম টেবিল বদল করে দিল ভারতীয় রেল (Indian Railways)।

ঘূর্ণিঝড়ের জন্য বদলে গেল দূরপাল্লার ট্রেনের (Indian Railways) সময়

একগুচ্ছ দূরপাল্লার ট্রেনের (Indian Railways) সময় বদল করেছে রেল। জানা যাচ্ছে, ১৮০৪৫ শালিমার-চাড়লাপল্লি ইস্ট কোস্ট এক্সপ্রেসের শালিমার স্টেশন থেকে রওনা হওয়ার কথা ছিল ২৮ অক্টোবর সকাল ১১ টা ১৫ তে। কিন্তু সময় বদল তা ছাড়বে রাত ৯ টা বেজে ১৫ তে। অন্যদিকে ২২৮২৫ শালিমার-এমজিআর চেন্নাই এক্সপ্রেসের (Indian Railways) ২৮ অক্টোবর শালিমার ছাড়ার কথা ছিল রাত ১২ টা বেজে ১০ মিনিটে। কিন্তু তা ছাড়বে রাত ১০ টা বেজে ১০ মিনিটে।

Indian railways changed time table of trains for cyclone montha

কোন কোন ট্রেনের সময় বদল: ২২৮৮৭ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসের (Indian Railways) ছাড়ার কথা ছিল মঙ্গলবার রাত ১২ টা ৩০ এ। কিন্তু সময় বদল হওয়ায় তা ছাড়বে রাত ১০ টা ৩০ এ। ২৮ অক্টোবর ১২৪৮১ হাওড়া-এমজিআর চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস দুপুর ৩ টে বেজে ১০ এ ছাড়ার কথা ছিল। কিন্তু তা ছাড়বে ২৯ অক্টোবর ভোর ১ টা ১০ এ। ২৮ তারিখের শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস (Indian Railways) সময় বদলে শালিমার স্টেশন ছাড়বে ২৯ অক্টোবর ভোর ৪ টে বেজে ১৫ তে।

আরও পড়ুন : উলটে গেল হিসেব, দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে ‘মাস্টারমাইন্ড’ কে? ধরিয়ে দিলেন নির্যাতিতা স্বয়ং

ভারী বৃষ্টির আশঙ্কা: ঘূর্ণিঝড় মন্থা’র আশঙ্কায় সতর্ক প্রশাসন। উপরন্তু ঘূর্ণিঝড়ের দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই জোড়া ধাক্কায় মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে চলেছে। তা চলবে শুক্রবার পর্যন্ত। তবে শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : রাজ্যে SIR হলেও কাদের লাগবে না কোনো নথি? দুশ্চিন্তা না করে সতর্ক থাকুন

উত্তরবঙ্গের ৩১ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলিতে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৮-৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।