দূষণ ভুলে প্রকৃতির কোলে একটু শান্তি খুঁজুন, ঘুরে আসুন এই ৪ মনোরম হিল স্টেশনে

Published on:

Published on:

Travel leave the city and explore nature at these 4 hill stations

বাংলা হান্ট ডেস্ক: শহরের ধুলোবালিতে নিশ্বাস নেওয়া কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। রীতিমত ফুসফুসে যে চরম ক্ষতি হচ্ছে তার নতুন করে বলার আর কিছু অপেক্ষা রাখে না। কিন্তু আপনি যদি মুক্ত বাতাসের শ্বাস নেওয়ার ইচ্ছে থাকে তাহলে এবারে শীতে যেতে পারেন কোলাহল থেকে দূরে ভারতের এই চারটি হিল স্টেশনে (Travel)। যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আজকের প্রতিবেদনে রইল এমনই ৪ টি জায়গার খোঁজ আপনাদের জন্য।

শহর ছেড়ে প্রকৃতির টানে ঘুরে আসুন এই ৪ হিল স্টেশনে (Travel)

কৌশানি: উত্তরাখণ্ডের এই হিল স্টেশনটি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নামেও পরিচিত। আপনি দেখতে পাবেন নন্দা দেবী ও ত্রিশূলের চূড়া। এছাড়াও কৌশানী পাইন জঙ্গলে ঘেরা একটি জনপদ। এখানে জনবসতি থাকলেও কোলাহল কিন্তু সেরকম নেই। নৈনিতাল থেকে মাত্র চার ঘন্টার পথ। দূরত্ব পড়বে ১১৬ কিলোমিটার (Travel)।

Travel leave the city and explore nature at these 4 hill stations

আরও পড়ুন: সোনার দামে বড় পরিবর্তন! লক্ষ্মীবারে ২২ ও ২৪ ক্যারেটের দাম কত জেনে নিন…

জিরো উপত্যকা: অরুণাচল প্রদেশ বেড়াতে গেলে তাওয়াংয়ের কথা সবার আগে মাথায়। তবে তাওয়াং ছাড়াও এখানে রয়েছে এমন একটি জায়গা যেখানে আপনি দূষণ ও কোলাহল থেকে শত দূরে থাকতে পারবেন। এখানে গেলে পরে সবুজের মাঝে ও মুক্ত বাতাসে সময় কাটাতে পারবেন। জায়গাটি হল জিরো ভ্যালি। অরুণাচল প্রদেশের লোয়ার সুবনসিরি জেলার সদর শহর জিরো। সেখানে মূলত আদিবাসীদের বসবাস। তবে ইটানগর থেকে জিরোর দূরত্ব ১০৩ কিলোমিটার।

লাচেন: সিকিমের ইয়ামথাং ভ্যালিতে সময় কাটাতে হলে লাচিন চলে যেতে পারেন। বর্তমানে লাচেনের দরজা পর্যটকদের জন্য খোলা রয়েছে। প্রকৃতিকে কাছ থেকে দেখতে হলেই সিকিমের সেরা জায়গা এটি। এছাড়াও এইখানে গেলে পরে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন।

খাজ্জিয়ার: হিমাচল প্রদেশের এই জায়গাটিকে মিনি সুইজারল্যান্ড ও বলা হয়। কারণ এখানে দু প্রান্তই সবুজের জঙ্গল ও পাইন গাছ রয়েছে। এই উপত্যকায় ছুটি কাটাতে আসলে আপনি প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন। ডালহৌসি থেকে এখানে আসতে দেড় ঘন্টার মতন সময় লাগে (Travel)।