বাংলা হান্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ODI ক্যাচ নিতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পান ভারতের তারকা ও অভিজ্ঞ খেলোয়াড় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এদিকে, তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, সেখান থেকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় যার ফলে শ্রেয়সকে কয়েকদিন ICU-তেও থাকতে হয়। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই ক্রিকেট অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
কেমন আছেন শ্রেয়স (Shreyas Iyer):
তবে, এবার শ্রেয়সের শারীরিক অবস্থার নতুন আপডেট সামনে এসেছে। মূলত, শ্রেয়স (Shreyas Iyer) এখন অনেকটাই সুস্থ রয়েছেন এবং তিনি ICU থেকেও বেরিয়ে এসেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শ্রেয়স নিজেই তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আপডেট দিয়েছেন।
আরও পড়ুন: ২০২৫ সালের মহিলা বিশ্বকাপে তৈরি হল ইতিহাস! প্রথমবারের মতো ফাইনাল খেলবে এই দল
শ্রেয়স আইয়ার কতদিনের মধ্যে মাঠে ফিরতে পারবেন: রেভস্পোর্টজের মতে, শ্রেয়স (Shreyas Iyer) আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। যার অর্থ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের ODI সিরিজ তিনি মিস করতে পারেন। এদিকে, আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজেও তাঁর অংশগ্রহণ অনিশ্চিত। কারণ সেই সময় তিনি অনুশীলনের বাইরে থাকবেন।
আরও পড়ুন: ব্যাঙ্ক গ্রাহক এবং পেনশনভোগীদের জন্য বড় আপডেট! ১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক আর্থিক নিয়ম
এছাড়াও, শ্রেয়স (Shreyas Iyer) ভারতের ২০২৬ সালের T20 বিশ্বকাপ দল থেকেও বাদ পড়তে পারেন। যদিও তিনি T20 দলের অংশ ছিলেন না। তবে, তাঁর চোটের কারণে বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে গেছে যে তাঁকে বিশ্বকাপ দলে রাখা হবে না। জানিয়ে রাখি যে, আগামী বছরের ফেব্রুয়ারিতে T20 বিশ্বকাপ সম্পন্ন হবে।
— Shreyas Iyer (@ShreyasIyer15) October 30, 2025
ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন আইয়ার: শ্রেয়স (Shreyas Iyer) চোটের পর প্রথমবারের মতো ভক্তদের সঙ্গে নিজের প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “আমি বর্তমানে রিকভারি প্রসেসের মধ্যে আছি এবং প্রতিদিনই সুস্থ হচ্ছি। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এটা সত্যিই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ।”













