SIR ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, তৃণমূলের রণকৌশল ঠিক করতে শুক্রবার জরুরী বৈঠকের ডাক অভিষেকের

Published on:

Published on:

Abhishek Banerjee Calls Emergency Virtual Meet Over SIR Row in Bengal

বাংলা হান্ট ডেস্কঃ SIR নিয়ে এখন সরগরম রাজ্যের রাজনীতি। জাতীয় নির্বাচন কমিশন (ECI) সোমবার বাংলায় SIR প্রক্রিয়া ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। এবার এই নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

কমিশনকে নিশানা অভিষেকের (Abhishek Banerjee)

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সরাসরি কড়া বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। তিনি নিশানা করেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Jainesh Kumar)। অভিষেক সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “SIR হলেও যদি কোনও প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে বৃত্তর আন্দোলন হবে।” একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তৃণমূল রাজপথে নামবে এবং জনগণের পাশে থাকবে যতদিন না প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত হচ্ছে।

শুক্রবার ভার্চুয়াল বৈঠক

দলীয় সূত্রে খবর, এই ইস্যুতেই শুক্রবার ভার্চুয়াল বৈঠক আহ্বান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতায় তাঁর অফিস থেকেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলার সভাপতি, বিধায়ক ও সাংসদদের। শুধু তাই নয়, ভোট প্রক্রিয়ার দায়িত্বে থাকা জেলা, ব্লক ও বুথ স্তরের পদাধিকারীদেরও বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া জানা গেছে, বৃহস্পতিবার বিকেলেই তৃণমূলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের (BLA) সঙ্গেও আলাদা করে আলোচনা করতে পারেন অভিষেক। আলোচনার মূল বিষয় যে এসআইআর প্রক্রিয়া, তা নিয়ে ইতিমধ্যেই দলীয় স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।

এনআরসি আতঙ্কে আত্মহত্যা, সরব অভিষেক

এদিকে রাজ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগরপাড়ায় NRC আতঙ্কে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন, পাশাপাশি দিনহাটায় আরও এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর। এই ঘটনাগুলির পরেই অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বাংলায় এনআরসি বা এসআইআরের নাম করে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দিতে দেব না।”

Abhishek Banerjee Calls Emergency Virtual Meet Over SIR Row in Bengal

আরও পড়ুনঃ আরজি কর নিয়ে ছবি তৈরিতে আপত্তি নির্যাতিতার মা-বাবার, ‘তিলোত্তমা’ ঘিরে বিতর্ক তুঙ্গে

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, “আমি লজ্জিত, একটা রাজনৈতিক দল এতটা নীচে নামতে পারে! এলাকায় বিজেপির নেতারা এলে তাঁদের ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন, জানতে চাইবেন ‘বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি।’” তবে এর সঙ্গে সতর্কবাণীও দিয়েছেন অভিষেক। তিনি দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন “গায়ে হাত দেবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাসী নই।”