বাংলা হান্ট ডেস্ক: ফের ফিরল ফিল হিউজের মর্মান্তিক স্মৃতি। ক্রিকেট ইতিহাসের সবথেকে মর্মান্তিক দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম দুঃখজনক এই ঘটনাটি অস্ট্রেলিয়ায় (Australia) ঘটেছিল ২০১৪ সালের নভেম্বরে। শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে শন অ্যাবটের বাউন্সারে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতিশীল আন্তর্জাতিক ক্রিকেটার ফিলিপ জো হিউজের ঘাড়ে আঘাত লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দুই দিন পর তিনি মারা যান। এই দুর্ঘটনাটি অস্ট্রেলিয়া সহ সমগ্র বিশ্বের ক্রীড়া জগৎকে হতবাক করে দিয়েছিল। তার ঠিক ১১ বছর পর, আবারও অস্ট্রেলিয়ায় একই রকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবার অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী প্রতিশ্রুতিশীল ক্রিকেটার বেন অস্টিন ফিল হিউজের মতোই ঘাড়ে বলের আঘাত পেয়ে না ফেরার দেশে পাড়ি দিল।
ফের মর্মান্তিক ঘটনা অস্ট্রেলিয়ায় (Australia):
১১ বছর পর, ফিল হিউজের ট্র্যাজেডির পুনরাবৃত্তি: জানিয়ে রাখি যে, বেন অস্টিন মেলবোর্নে (Australia) এক T20 ম্যাচের আগে ট্রেনিং শেষে অংশ নেয়। সেই সময়ে একটি বল তাঁর ঘাড়ে আঘাত করে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি। এমতাবস্থায়, অস্টিনের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই অস্ট্রেলিয়ায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন: ফের কবে ফিরবেন মাঠে? অনুরাগীদের নিজের হেলথ রিপোর্ট জানালেন শ্রেয়স আইয়ার
হেলমেট পরা সত্ত্বেও মৃত্যু: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বুধবার এলিডন পার্কের (Australia) বিরুদ্ধে T20 ম্যাচের আগে বেন অস্টিন নেটে অনুশীলন করছিল। ঠিক সেই সময় একটি বল তার মাথায় এবং ঘাড়ের কাছে আঘাত করে। তার মাথায় হেলমেট থাকলেও গুরুতর আঘাত পায় অস্টিন।
আরও পড়ুন: ব্যাঙ্ক গ্রাহক এবং পেনশনভোগীদের জন্য বড় আপডেট! ১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক আর্থিক নিয়ম
এমতাবস্থায়, জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারপর গুরুতর অবস্থায় অস্টিনকে মোনাশ মেডিক্যাল সেন্টারে (Australia) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে সুস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। যে ক্লাবের হয়ে অস্টিন খেলত সেই ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব, যে ক্লাবের হয়ে অস্টিন খেলতেন বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ক্রীড়া জগৎ শোকস্তব্ধ: এই মর্মান্তিক ঘটনায় বেন অস্টিনের বাবা জেস অস্টিন একটি বিবৃতি জারি করে বলেছেন, “আমাদের প্রিয় বেনের মৃত্যুতে আমরা সম্পূর্ণরূপে মর্মাহত।” এদিকে, ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব (Australia) একটি বিবৃতি জারি করে অস্টিনের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। ক্লাবের তরফে জানানো হয় “বেনের মৃত্যুতে আমরা সম্পূর্ণরূপে মর্মাহত। তার মৃত্যু আমাদের ক্রিকেট সম্প্রদায়ের সকলের ওপর প্রভাব ফেলবে। আমরা অনুরোধ করছি যে আপনারা এই মুহূর্তে বেনের পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানান।”













