Jio-Airtel-এর উড়ল ঘুম! BSNL-এর এই দুই প্ল্যানে দুর্দান্ত অফার, কম খরচে মিলছে বেশি ভ্যালিডিটি

Published on:

Published on:

Great offers on these two BSNL plans.

বাংলাহান্ট ডেস্ক: ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দীপাবলির আগে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ ছাড়ের অফার। সংস্থার ঘোষণা অনুযায়ী, ছুটি মরসুমে দুটি জনপ্রিয় প্রিপেড রিচার্জ প্ল্যানে মিলবে ৫ শতাংশ ডিসকাউন্ট। এই অফার ১৮ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। BSNL নিজস্ব X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, ১,৯৯৯ টাকা ও ৪৮৫ টাকার প্ল্যান রিচার্জ করলে এই ছাড় পাওয়া যাবে।

বিএসএনএল (BSNL)-এর দুই প্ল্যানে মিলছে দুর্দান্ত অফার

অফারের ফলে ১,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান পাওয়া যাবে মাত্র ১,৮৯৯ টাকায় এবং ৪৮৫ টাকার প্ল্যান রিচার্জ করা যাবে ৪৬০ টাকায়। তবে এই সুবিধা পেতে হলে গ্রাহকদের বিএসএনএল (BSNL)–এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা সেল্ফ কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। সংস্থার দাবি, এই অফারের মাধ্যমে বিদ্যমান গ্রাহকদের সুবিধার পাশাপাশি নতুন ইউজার আকর্ষণ করার লক্ষ্যে এই বিশেষ ছাড়ের ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:কর্পোরেট দুনিয়ার চাকরি ছেড়ে অভিনবভাবে শুরু চাষবাস! এখন বছরে কোটি টাকা আয় করছেন অনুষ্কা

বিএসএনএল (BSNL)–এর ১,৯৯৯ টাকার প্ল্যানটি দীর্ঘ দিন ধরেই জনপ্রিয়। এই প্ল্যানে মিলছে গোটা ৩৩০ দিনের ভ্যালিডিটি। গ্রাহকরা পাবেন সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা এবং দেশজুড়ে ফ্রি ন্যাশনাল রোমিং। ডেটা সুবিধায় রয়েছে প্রতিদিন ১.৫GB হাই–স্পিড ডেটা। দৈনিক ১০০টি ফ্রি এসএমএসও অন্তর্ভুক্ত রয়েছে এই রিচার্জে। দীর্ঘমেয়াদি ইউজারদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে লাভজনক বলে মনে করছে সংস্থা।

অন্যদিকে, বিএসএনএল (BSNL)-এর ৪৮৫ টাকার প্ল্যানে রয়েছে ৭২ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানেও আনলিমিটেড ভয়েস কলিং, ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস দেওয়া হচ্ছে। ডেটার ক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন পাবেন ২GB পর্যন্ত হাই–স্পিড ডেটা। স্বল্প মূল্যের মধ্যে অল্প–মেয়াদী দীর্ঘ সুবিধা পাওয়ার জন্য এই প্ল্যানটি বাজেট গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

Great offers on these two BSNL plans.

আরও পড়ুন:তেল-মশলার ঝক্কি নয়, কলাপাতায় মুড়িয়ে বানান চুনো মাছের পাতুরি, রেসিপি রইল

সম্প্রতি বিএসএনএল (BSNL) প্রবীণ নাগরিকদের জন্যও বিশেষ প্ল্যান চালু করেছে। সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে আনা হয়েছে ১,৮১২ টাকার রিচার্জ প্ল্যান। এতে রয়েছে সম্পূর্ণ ৩৬৫ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং, ফ্রি রোমিং এবং প্রতিদিন ২GB ডেটা। কোম্পানির দাবি, বয়স্ক গ্রাহকদের নিয়মিত যোগাযোগের সুবিধা নিশ্চিত করতেই এই বিশেষ প্ল্যান।

দীর্ঘদিন ধরে 4G নেটওয়ার্ক পরিষেবা সম্প্রসারণ এবং প্রতিযোগিতামূলক পরিকল্পনার মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বিএসএএল (BSNL)। নতুন ছাড়ের অফার টেলিকম দুনিয়ায় Jio, Airtel ও Vi–এর সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের জায়গা ধরে রাখতে BSNL–এর কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।