দেখেশুনে করুন প্রয়োজনীয় কাজ! নভেম্বরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে জানুন ছুটির তালিকা

Published on:

Published on:

Check out the list of Bank Holidays in November 2025.

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে অক্টোবর মাসে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে এবং শহরে মোট ২১ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) ছিল। এদিকে, আগামী মাস অর্থাৎ নভেম্বরেও বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ছুটির তালিকা অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে নভেম্বরে। তাই, গ্রাহকদের সুষ্ঠুভাবে ব্যাঙ্কিং পরিষেবা প্রাপ্তির লক্ষ্যে অবশ্যই ছুটির তালিকাটি ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। বর্তমান প্রতিবেদনে আমরা আগামী নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে সেই তালিকাটি উপস্থাপিত করছি।

নভেম্বর মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে:

১. ১ নভেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার): কর্ণাটকের রাজ্যোৎসব/ইগাস-বাগওয়ালের কারণে কর্ণাটকে ব্যাঙ্কগুলি ওই দিনে বন্ধ থাকবে। ওই দিনটি আসলে কর্ণাটক গঠনের বার্ষিকী। এছাড়াও, উত্তরাখণ্ডে এই দিনে ইগাস-বাঘওয়াল উৎসব উদযাপিত হয়। দীপাবলির ১১ দিন পরে এই উৎসব সম্পন্ন হয়। তাই, উত্তরাখণ্ডেও ব্যাঙ্ক (Bank Holidays) বন্ধ থাকবে।
২. ২ নভেম্বর, ২০২৫: রবিবারের কারণে এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩. ৫ নভেম্বর, ২০২৫ (বুধবার): এই দিনটিতে গুরু নানক জয়ন্তী/কার্তিক পূর্ণিমা। দিনটি গুরু নানক জয়ন্তী কার্তিক পূর্ণিমা এবং রাস পূর্ণিমা হিসেবে পালিত হয়। ওই দিন দিল্লি থেকে শুরু করে, চণ্ডীগড়, মুম্বাই, জয়পুর, লখনউ, কলকাতা, ভোপাল, রাঁচি, দেরাদুন, জম্মু এবং হায়দ্রাবাদ জোনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Check out the list of Bank Holidays in November 2025.

৪. ৬ নভেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার): নংক্রেম ড্যান্সের কারণে এই দিনে শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ৭ নভেম্বর, ২০২৫ (শুক্রবার): এই দিনে মেঘালয়ের গারো উপজাতি ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে। যেটি মেঘালয়ের একটি ঐতিহ্যবাহী উৎসব হিসেবে বিবেচিত হয়। ওই দিন শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।
৬. ৮ নভেম্বর, ২০২৫: মাসের দ্বিতীয় শনিবারের কারণে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: ফিরল ফিল হিউজের মর্মান্তিক স্মৃতি! অস্ট্রেলিয়ায় বলের আঘাতে মৃত্যু ১৭ বছরের ক্রিকেটারের

৭. ৯ নভেম্বর ২০২৫: রবিবারের কারণে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮. ১৬ নভেম্বর, ২০২৫: রবিবারের কারণে এই দিনে ব্যাঙ্কগুলিতে সাপ্তাহিক ছুটি থাকবে।
৯. ২২ নভেম্বর, ২০২৫: মাসের চতুর্থ শনিবারের কারণে এই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০. ২৩ নভেম্বর ২০২৫: রবিবার হওয়ায় এই দিনটিতে সাপ্তাহিক ছুটির দিন হবে।
১১. ৩০ নভেম্বর, ২০২৫: রবিবারের কারণে এই দিনে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।

আরও পড়ুন: ফের কবে ফিরবেন মাঠে? অনুরাগীদের নিজের হেলথ রিপোর্ট জানালেন শ্রেয়স আইয়ার

জানিয়ে রাখি যে, উল্লিখিত ছুটির দিনগুলিতে নির্দিষ্ট এলাকায় ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে। অর্থাৎ, গ্রাহকেরা ATM থেকে টাকা তোলার পাশাপাশি UPI-র মাধ্যমে টাকা ট্রান্সফার সহ অন্যান্য পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন।