বাংলা হান্ট ডেস্ক: ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) প্রায় সবসময় থাকেন খবরের শিরোনামে। একদিকে তিনি যেমন তাঁর কর্মকাণ্ডের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অপরদিকে তাঁর রাজকীয় জীবনযাপন বেশ চর্চায় থাকে। এমতাবস্থায়, তাঁর নিরাপত্তার জন্য যে আঁটোসাঁটো ব্যবস্থা থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) নিরাপত্তায় কারা থাকেন?
নিরাপত্তার দায়িত্বে থাকেন NSG কমান্ডোরা: মিডিয়া রিপোর্ট অনুসারে, আম্বানির (Mukesh Ambani) নিরাপত্তার দায়িত্বে থাকেন ১০ জনেরও বেশি NSG কমান্ডো এবং ৫০ জনেরও বেশি CRPF কর্মী। এছাড়াও, মুম্বাই পুলিশ বাহিনীও তাঁকে সুরক্ষা প্রদান করেন। এছাড়াও, আম্বানি যখন অন্যান্য রাজ্যে ভ্রমণ করেন, তখন সেই রাজ্যের পুলিশও তাঁর নিরাপত্তা নিশ্চিত করে।

সবচেয়ে শক্তিশালী বাহিনী: জানিয়ে রাখি যে, NSG কথা ন্যাশনাল সিকিউরিটি গার্ড দেশের সবথেকে শক্তিশালী বাহিনীগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। যেটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। এহেন গুরুত্বপূর্ণ বাহিনীর কমান্ডোরা আম্বানির (Mukesh Ambani) নিরাপত্তার দায়িত্বে থাকে।
আরও পড়ুন: দেখেশুনে করুন প্রয়োজনীয় কাজ! নভেম্বরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে জানুন ছুটির তালিকা
কীভাবে নিযুক্তি হয়: উল্লেখ্য যে, NSG কমান্ডোদের নিয়োগ CRPF থেকে শুরু করে ITBP, BSF এবং CISF সহ অন্যান্য বাহিনী নিযুক্ত করা হয়।
আরও পড়ুন: ফিরল ফিল হিউজের মর্মান্তিক স্মৃতি! অস্ট্রেলিয়ায় বলের আঘাতে মৃত্যু ১৭ বছরের ক্রিকেটারের
কবে গঠিত হয়েছিল: ন্যাশনাল সিকিউরিটি গার্ড তথা NSG গঠিত হয়েছিল ১৯৮৪ সালের ১৬ অক্টোবর। ৯০ দিনের কঠোর প্রশিক্ষণের পর কমান্ডোদের প্রস্তুত করা হয়।
বেতন কত: জানিয়ে রাখি যে, NSG কমান্ডোদের তাঁদের পদমর্যাদার ওপর নির্ভর করে বেতন দেওয়া হয়। যেখানে একজন কনস্টেবলের বেতন প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা হতে পারে। যদিও এর কোনও অফিসিয়াল কনফার্মেশন নেই।













