বাংলাহান্ট ডেস্ক : তিনি নিজেই একসময় জানিয়েছিলেন তাঁর গোমাংস প্রীতির কথা। এখন সেই রণবীর কাপুরকেই (Ranbir Kapoor) দেখা যাবে রামচন্দ্রের ভূমিকায়। বলিউডে ‘রামায়ণ’ ছবির কাস্ট ঘোষণা হতেই শোরগোল পড়েছিল দর্শক মহলে। রণবীরকে (Ranbir Kapoor) রাম রূপে মেনে নিতে পারেননি অনেকেই। বিশেষ করে তাঁর গোমাংস খাওয়ার মন্তব্য নিয়ে হয়েছিল বিতর্ক। এবার এ নিয়ে মন্তব্য করতে দেখা গেল সদগুরুকেও।
রণবীরকে (Ranbir Kapoor) নিয়ে মুখ খুললেন সদগুরু
সম্প্রতি আসন্ন রামায়ণ ছবির প্রযোজকের সঙ্গে কথোপকথনের সময় ছবি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে রণবীরের (Ranbir Kapoor) এই অতীত বিতর্ক নিয়েও কথা ওঠে। তবে এ বিষয়ে অভিনেতার পাশেই দাঁড়িয়েছেন তিনি। সদগুরু বলেন, রণবীর (Ranbir Kapoor) অতীতে কী করেছেন না করেছেন তা নিয়ে এখন তাঁর নতুন ছবির অভিনীত চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে। এমনটা ঠিক নয়। বাস্তবে যে তাঁকে রামের মতোই হতে হবে, এমনটা কোথাও বলা নেই। তাই এমন প্রত্যাশা করাও উচিত নয়।

কী মন্তব্য করেন সদগুরু: তিনি আরও বলেন, রামের চরিত্রে অভিনয় করতে পারা অবশ্যই একটি বড় সুযোগ। তার জন্য নিজেকে বদলানো যায়। তবে এর সঙ্গে অন্য কোনও অপ্রাসঙ্গিক ধ্যানধারণা নিয়ে চলা মোটেই উচিত নয়। এরপরেই অভিনেতা এনটি রামা রাও এর উদাহরণ টেনে সদগুরু বলেন, তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁর অভিনীত চরিত্রের কাট আউট সকলে নিজের বাড়িতে রেখেছিলেন।
রামায়ণ ছবিতে অভিনয়: তেমন ভাবেই রণবীর (Ranbir Kapoor) যদি রামের চরিত্রে অভিনয় করেন তাহলে তাঁর থেকে নম্রতা, ভদ্রতা আশা করা যায়। কারণ এটা তাঁর পেশা। পর্দার সঙ্গে বাস্তবের মিল খোঁজা একপ্রকার অবাস্তব বলে মন্তব্য করেন সদগুরু।
আরও পড়ুন : আম্বানির নিরাপত্তায় NSG কমান্ডো ছাড়াও আর কারা থাকেন? কত বেতন পান তাঁরা? জানলে চমকে উঠবেন
রণবীর অবশ্য জানিয়েছিলেন, রামের চরিত্রে অভিনয় করার জন্য তিনি মাংস, মদ্যপান, ধূমপান সমস্ত ছেড়েছিলেন। এমনকি চল্লিশ পেরোতেই জীবনে আমূল বদল এনেছিলেন তিনি। খাদ্যাভ্যাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে জীবনে বড় বদল ঘটিয়েছেন অভিনেতা।













