বাংলা হান্ট ডেস্কঃ ধনতেরাসের সময় সোনার দাম দেখে চোখ কপালে উঠেছিল সাধারণ মানুষের। লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছিল। তবে উৎসবের মরসুম শেষ হতেই সোনার দাম (Gold Price) হু হু করে নামছে। গত কয়েকদিন ধরে লাগাতার সোনার দামে পতন। আজ আরও সস্তা সোনা। বিয়ের মরসুমের আগেই দাম কমল হলুদ ধাতুর। অক্টোবরের শেষ দিনে কত করে হল গ্রাম? (Gold Price)
ফের কমল সোনার দাম | Gold Price
শুক্রবার ৩১ অক্টোবর সোনার দাম বেশ খানিকটা কমেছে। আজ, গতকালের তুলনায় সস্তা সোনা। এদিন ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম কমে হয়েছে ১১৪৬৫ টাকা। গতকালের তুলনায় ৯৫ টাকা মতো দাম কমেছে। আর ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হল ১১৪৬৫০ টাকা। একদিনে ১০ গ্রাম সোনার দাম টাকা কমেছে ৯৫০ টাকা।
২২ এর পাশাপাশি কমেছে ২৪ ক্যারাট সোনার দামও। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম এদিন দাঁড়িয়েছে ১২০৬০ টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১২০৬০০ টাকা। গতকালের তুলনায় প্রতি ১০ গ্রামে ১০০০ টাকা দাম কমেছে। আর এক গ্রামে ১০০ টাকা দাম হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোন ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে।

আরও পড়ুন: ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে হতে চলেছেন? মুখ খুললেন শাহ, বললেন, বাংলার…
যদিও বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। চলতি বছর শেষেই অনেকটা বাড়তে পারে সোনার দাম। যদিও সবটাই অনুমান। তবে এদিনও একধাক্কায় কমেছে হলুদ ধাতুর দর। শুক্রবার ১ গ্রাম খুচরো পাকা সোনার বাটের মূল্য রয়েছে ১২০৬০ টাকা। ১০ গ্রামের দাম রয়েছে ১২০৬০০ টাকা।












